ভূমিকম্পে কাঁপল ভারতের কার্গিল ও অরুণাচল
Published: 14th, March 2025 GMT
ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের লাদাখের কার্গিল এবং অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। কার্গিলে হওয়া রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং অরুণাচলে ৪ দশমিক শূন্য।
শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোররাত ২টা ৫০ মিনিটে কার্গিলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
অপরদিকে, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলে সকাল ৬টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
আরো পড়ুন:
সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পে ফের কেঁপে উঠলো রংপুর
দেশটির দুই প্রদেশে মাঝারি মাপের ভূমিকম্পের ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: সিএনবিসি
ঢাকা/নাসিম
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই