অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ায় শক্ত অবস্থান নিয়েছে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না বিরাট কোহলিদের। ওই সিরিজের পর জাতীয় দলের সফরে ক্রিকেটারদের পরিবার সঙ্গে রাখার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ড নির্দেশ দিয়েছে, লম্বা সফর হলেও পুরো সময় পরিবার নিয়ে থাকতে পারবেন না ক্রিকেটাররা। অনুশীলনে আসা ও ম্যাচ খেলতে যাওয়া-আসা করতে হবে টিম বাসে। এমন আরও কিছু শর্ত দিয়েছে বিসিসিআই।
তবে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আয়োজনে আরসিবি ইনোভেশনাল ল্যাব ইন্ডিয়াস স্পোর্টস সামিটে বলেন, ‘পরিবারের কাছে ফিরে আসার আনন্দ যে কতটা গভীর তা বলে বোঝানো যাবে না। আমার মনে হয়, আমাদের সঙ্গে পরিবার থাকার গুরুত্ব যে কতটা তা বললেও সকলে বুঝতে চাইবেন না। আপনি যে কোন খেলোয়াড়কে যদি বলেন, পাশে পরিবার চাও কিনা, তারা উত্তরে হ্যা বলবে।’
কোহলি জানিয়েছেন, পরিবারের সঙ্গে থাকার সামান্যতম সুযোগও তিনি হাতছাড়া করতে চান না, ‘আমাদের জীবনে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা স্বাভাবিক থাকতে পারি না। কিন্তু পরিবারের কাছে ফিরলে স্বস্তি লাগে। স্বাভাবিক জীবন চলতে থাকে। এটি অপরিমেয় আনন্দ দেয়। আমি তাই পরিবারের সঙ্গে থাকার, ঘুরতে যাওয়ার, সময় কাটানোর কোন সুযোগই হাতছাড়া করতে চাই না।’
ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরে জাতীয় দলের সফরে গেলে পরিবার নিয়ে যান। বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মাকে দেখা যায়। রোহিত শর্মা স্ত্রী-সন্তান সঙ্গে নিয়েই সিরিজ খেলতে যান। আথিয়া বিয়ের আগেই কেএল রাহুলের সফর সঙ্গী হয়েছেন। জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের সফর সঙ্গী হন স্ত্রী-সন্তানরা। তবে আগামীতে তাদের মানতে হবে বিসিসিআই-এর শর্ত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল ব স স আই ব স স আই পর ব র র ল র সফর
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।