অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ায় শক্ত অবস্থান নিয়েছে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না বিরাট কোহলিদের। ওই সিরিজের পর জাতীয় দলের সফরে ক্রিকেটারদের পরিবার সঙ্গে রাখার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ড নির্দেশ দিয়েছে, লম্বা সফর হলেও পুরো সময় পরিবার নিয়ে থাকতে পারবেন না ক্রিকেটাররা। অনুশীলনে আসা ও ম্যাচ খেলতে যাওয়া-আসা করতে হবে টিম বাসে। এমন আরও কিছু শর্ত দিয়েছে বিসিসিআই।

তবে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আয়োজনে আরসিবি ইনোভেশনাল ল্যাব ইন্ডিয়াস স্পোর্টস সামিটে বলেন, ‘পরিবারের কাছে ফিরে আসার আনন্দ যে কতটা গভীর তা বলে বোঝানো যাবে না। আমার মনে হয়, আমাদের সঙ্গে পরিবার থাকার গুরুত্ব যে কতটা তা বললেও সকলে বুঝতে চাইবেন না। আপনি যে কোন খেলোয়াড়কে যদি বলেন, পাশে পরিবার চাও কিনা, তারা উত্তরে হ্যা বলবে।’ 

কোহলি জানিয়েছেন, পরিবারের সঙ্গে থাকার সামান্যতম সুযোগও তিনি হাতছাড়া করতে চান না, ‘আমাদের জীবনে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা স্বাভাবিক থাকতে পারি না। কিন্তু পরিবারের কাছে ফিরলে স্বস্তি লাগে। স্বাভাবিক জীবন চলতে থাকে। এটি অপরিমেয় আনন্দ দেয়। আমি তাই পরিবারের সঙ্গে থাকার, ঘুরতে যাওয়ার, সময় কাটানোর কোন সুযোগই হাতছাড়া করতে চাই না।’ 

ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরে জাতীয় দলের সফরে গেলে পরিবার নিয়ে যান। বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মাকে দেখা যায়। রোহিত শর্মা স্ত্রী-সন্তান সঙ্গে নিয়েই সিরিজ খেলতে যান। আথিয়া বিয়ের আগেই   কেএল রাহুলের সফর সঙ্গী হয়েছেন। জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের সফর সঙ্গী হন স্ত্রী-সন্তানরা। তবে আগামীতে তাদের মানতে হবে বিসিসিআই-এর শর্ত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল ব স স আই ব স স আই পর ব র র ল র সফর

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ