অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ায় শক্ত অবস্থান নিয়েছে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না বিরাট কোহলিদের। ওই সিরিজের পর জাতীয় দলের সফরে ক্রিকেটারদের পরিবার সঙ্গে রাখার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ড নির্দেশ দিয়েছে, লম্বা সফর হলেও পুরো সময় পরিবার নিয়ে থাকতে পারবেন না ক্রিকেটাররা। অনুশীলনে আসা ও ম্যাচ খেলতে যাওয়া-আসা করতে হবে টিম বাসে। এমন আরও কিছু শর্ত দিয়েছে বিসিসিআই।

তবে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আয়োজনে আরসিবি ইনোভেশনাল ল্যাব ইন্ডিয়াস স্পোর্টস সামিটে বলেন, ‘পরিবারের কাছে ফিরে আসার আনন্দ যে কতটা গভীর তা বলে বোঝানো যাবে না। আমার মনে হয়, আমাদের সঙ্গে পরিবার থাকার গুরুত্ব যে কতটা তা বললেও সকলে বুঝতে চাইবেন না। আপনি যে কোন খেলোয়াড়কে যদি বলেন, পাশে পরিবার চাও কিনা, তারা উত্তরে হ্যা বলবে।’ 

কোহলি জানিয়েছেন, পরিবারের সঙ্গে থাকার সামান্যতম সুযোগও তিনি হাতছাড়া করতে চান না, ‘আমাদের জীবনে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা স্বাভাবিক থাকতে পারি না। কিন্তু পরিবারের কাছে ফিরলে স্বস্তি লাগে। স্বাভাবিক জীবন চলতে থাকে। এটি অপরিমেয় আনন্দ দেয়। আমি তাই পরিবারের সঙ্গে থাকার, ঘুরতে যাওয়ার, সময় কাটানোর কোন সুযোগই হাতছাড়া করতে চাই না।’ 

ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরে জাতীয় দলের সফরে গেলে পরিবার নিয়ে যান। বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মাকে দেখা যায়। রোহিত শর্মা স্ত্রী-সন্তান সঙ্গে নিয়েই সিরিজ খেলতে যান। আথিয়া বিয়ের আগেই   কেএল রাহুলের সফর সঙ্গী হয়েছেন। জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের সফর সঙ্গী হন স্ত্রী-সন্তানরা। তবে আগামীতে তাদের মানতে হবে বিসিসিআই-এর শর্ত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল ব স স আই ব স স আই পর ব র র ল র সফর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ