ট্রেনে ঈদযাত্রার ২৭ মার্চের টিকিট মিলবে আজ
Published: 17th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। এদিন অনলাইনে বিক্রি হয়েছিল ২৪ মার্চের টিকিট। যারা আগামী ২৭ মার্চ ঈদযাত্রা করবেন তারা আজ অগ্রিম টিকিট কিনতে পারবেন। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।
আজ সোমবার সকাল ৮টা থেকে ২৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়। শনিবার (১৫ মার্চ) বিক্রি হয় আগামী ২৫ মার্চের টিকিট এবং ২৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৬ মার্চ। এ ছাড়া ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন।
টিকিট বিক্রি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। যার মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টায় পূর্বাঞ্চলের ২৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদয ত র
এছাড়াও পড়ুন:
দেখা না দিয়ে ক্ষমা চাইলেন শাহরুখ
গতকাল ছিল বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। বরাবরের মতো গতকালও এ তারকার বাড়ি মান্নাতের সামনে হাজার হাজার ভক্ত অনুরাগী ভিড় করেছিলেন। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য কয়েক শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাই ছুটে গেলেও দেখা মেলেনি শাহরুখের। কেন দেখা করলেন না—ক্ষমা চেয়ে কারণ ব্যাখ্যা করলেন শাহরুখ।
মাইক্রোব্লগিং সাইট এক্স একটি পোস্ট দিয়েছেন শাহরুখ খান। তাতে এ অভিনেতা বলেন, “আমার প্রিয় মানুষেরা আমার জন্য অপেক্ষা করেছেন। কিন্তু কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, আমি বাইরে বেরিয়ে দেখা করতে পারিনি।”
আরো পড়ুন:
মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়
শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
ক্ষমা চেয়ে শাহরুখ খান লেখেন, “আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে জানানো হয়েছে যে, ভিড় নিয়ন্ত্রণের সমস্যা, সকলের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত। পরিস্থিতি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বাস করুন, আমি আপনাদের চেয়েও বেশি মিস করব। আপনাদের সঙ্গে দেখা করে ভালোবাসা ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলাম। আপনাদের সকলকে ভালোবাসি।”
শাহরুখ খানের এ পোস্টে অসংখ্য মন্তব্য জমা পড়েছে। তাতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চন্দ্র শেখর লেখেন, “গতকাল রাতে মুম্বাইয়ের রাস্তা আপনাকে মিস করেছে। কিন্তু হৃদয়টা ভরা ছিল।” আরেকজন লেখেন, “আপনার ও সবার নিরাত্তা আগে। আমরা বিষয়টি উপলদ্ধি করতে পেরেছি।” অন্যজন লেখেন, “নিরাপত্তা আগে, আপনি নিরাপদে থাকুন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
শাহরুখ খান এখন তার বিলাসবহুল মান্নাতে বসবাস করেন না। গত মার্চের দিকে মান্নাত থেকে ৩ কিলোমিটার দূরে অভিজাত একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন; সেখানেই বসবাস করছেন। কারণ মান্নাতে সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে বলে জানা গেছে।
ঢাকা/শান্ত