বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

নিহত হৃদয় সরকার (২০) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের সোলাইমান সরকারের ছেলে ও একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে শুভ শেখ (২০)। আহত শিক্ষার্থীর নাম সাগর শেখ (২০)। তিনি ওই গ্রামের শাহিন শেখের ছেলে। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা তিনজন স্থানীয় কলেজের শিক্ষার্থী। এ বছর তাঁদের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মির্জাপুরের ইউসুফ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যক্তিদের ছবি তোলার কার্যক্রম চলছে। ছবি তুলতে আজ সেখানে গিয়েছিলেন ওই তিন তরুণ। সেখান থেকে তাঁরা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজাপুর এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলে হৃদয় সরকার ও শুভ শেখ নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপরিদর্শক (এসআই) নুর হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। চাপা দেওয়া গাড়ির সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক ডিজির এনআইডি ব্লক

দুর্নীতির অভিযোগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে কমিশনের আইটি শাখা এ পদক্ষেপ নিয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চিঠির পরিপ্রেক্ষিতে করা হয়েছে।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এনআইডি বিভাগের সাবেক ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং আরেক জনের এনআইডি ব্লক ও তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান। দুদক জনস্বার্থে এ আবেদন করে।

সালেহ উদ্দিন এনআইডি বিভাগের মহাপরিচালক থাকার সময়ে ফরাসি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে স্মার্ট কার্ড সরবরাহ-সংক্রান্ত বিতর্কিত চুক্তি করেন। প্রতিষ্ঠানটি সময়মতো কার্ড সরবরাহে ব্যর্থ হয়। এর ফলে নির্বাচন কমিশনকে এখনো জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত: ইসি সানাউল্লাহ
  • জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক ডিজির এনআইডি ব্লক