ইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন
Published: 18th, March 2025 GMT
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারীদের সুযোগ দেয় ইন্টার্নশিপের। এক থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে ইউনেসকো। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
২০ বছর বা তার অধিক বয়সী যেকোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সারা বিশ্বের তরুণ-তরুণীরা এ বছরের শেষ দিনের আগের দিন ৩০ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।
ইউনেসস্কোর সদস্য দেশ ১৯৩টি। ফ্রান্সের রাজধানী প্যারিসে সদরদপ্তরের পাশাপাশি সারা বিশ্বে ৫৩টি ফিল্ড অফিস আছে। ২ হাজার ২০০ কর্মীর অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে এ ইন্টার্নশিপে।
আবেদনের যোগ্যতা—* আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে;
* স্নাতকোত্তর অথবা পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে;
* ইন্টার্নশিপ শুরুর ১২ মাসের আগে স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। এ দুই ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ১৭ মার্চ ২০২৫* কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
* যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;
* যোগাযোগ–দক্ষতা ভালো হতে হবে।
যে যে ক্ষেত্রগুলোতে ইন্টার্নশিপ—
ইন্টার্নশিপ: অফিস অব দ্যা ডিরেক্টর–জেনারেল
ইন্টার্নশিপ: কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার
ইন্টার্নশিপ: ব্যুরোস মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: এডুকেশন সেক্টর, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: কালচার সেক্টর মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগ১৬ মার্চ ২০২৫ইন্টার্নশিপ: বুর্যো অব হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: ইন্টারগর্ভমেন্টাল ওশনোগ্রাফিক কমিশন মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক এনগেজম্যান্ট মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: ন্যাচারাল সায়েন্স সেক্টর মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ২০ ঘণ্টা আগেইন্টার্নশিপ: ডিভিশন অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস (হেপ কোয়টার্স), প্যারিস, ফ্রান্স ইন্টার্ন
ইন্টার্নশিপ: প্রায়োরিটি আফ্রিকা অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: ডিজিটাল বিজনেস সলুশনস মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন
ইন্টার্নশিপ: গভর্নিং বডিস সেক্রেটারিয়েট মাল্টিপল, মাল্টিপল ইন্টার্ন।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এইচড
এছাড়াও পড়ুন:
ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে
ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।
নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।
ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।
ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।
সূত্র: টেক্লুসিভ