আরসাপ্রধানের গ্রেপ্তারের তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়
Published: 20th, March 2025 GMT
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ-সংক্রান্ত কোনো তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি।
গতকাল বুধবার দুপুরে আরসাপ্রধানের গ্রেপ্তারের কথা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো.                
      
				
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। আর সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গত সোমবার রাতে আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন দুই মামলায় তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: পরর ষ ট র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।