বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন। এর আগে দু’বার পরীক্ষা দিলেও অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ হয়নি তার। তবে অ্যাকশন শুধরে নেওয়ায় তার আন্তর্জাতিক ও কোন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বোলিং করতে বাধা থাকল না।
সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ইংল্যান্ডে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল। এরপর ভারতে পরীক্ষা দিলে পুনরায় তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। পরে ইংল্যান্ডে এক কোচের অধীনে অ্যাকশন নিয়ে কাজ করে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি।
বিসিবির সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করায় খুশি বলে জানানো হয়েছে। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হওয়ায় সাকিবের জন্য আসন্ন কিছু টি-২০ লিগে খেলার দরজা খুলে গেল।
সাকিব পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় তাকে দলে নেওয়া হয়নি। বিসিবি থেকে জানানো হয়েছিল, শুধু ব্যাটিং বিবেচনায় দলের সমন্বয়ের কারণে সাকিবকে দলে নেওয়া সম্ভব হচ্ছে না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন অ য কশন পর ক ষ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।