জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে নরসিংদীর রায়পুরার উপজেলা নির্বাচন কার্যালয়ের দুই অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। দালালের মাধ্যমে ও অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন ও হস্তান্তর করতেন তাঁরা। গত ছয় মাসে ওই দুজনের বিকাশ নম্বরে ১৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের স্ক্যানিং অপারেটর আশিকুল আলম ও ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম। গতকাল বুধবার দিনভর তদন্ত শেষে উপজেলার নির্বাচন কার্যালয়ে রাত আটটার দিকে সংবাদ সম্মেলনে এসব জানান উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল।

সংবাদ সম্মেলনে বলা হয়, রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের দুই অপারেটরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ও দালালের মাধ্যমে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রির অভিযোগ ছিল। এ ঘটনা তদন্তে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ চার সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান করা হয় কমিশনের আইডিইএ প্রকল্পের আইটি পরিচালক সাদ ওয়ায়েজ তানভীরকে। গতকাল তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সাদ ওয়ায়েজ তানভীর জানান, অভিযুক্ত আশিক ও নাহিদুল এনআইডি তথ্য বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁদের বিকাশ নম্বর বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬ মাসে ১৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এর মধ্যে শুধু আশিকুল আলমের বিকাশ নম্বরেই ১২ লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত দুই কর্মচারী বিভিন্ন দালালের মাধ্যমে এনআইডি সংশোধন ও গোপন তথ্য হস্তান্তর করে এসব অর্থ পেয়েছেন বলে স্বীকার করেছেন।

জানতে চাইলে রায়পুরার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল জানান, ‘তাঁরা দুজন দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রাতেই আমি তাঁদের বিরুদ্ধে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, এ ঘটনায় ওই নির্বাচন কর্মকর্তার দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আজই তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত উপজ ল তদন ত

এছাড়াও পড়ুন:

সঞ্চয়পত্র নাকি এফডিআর—কোথায় বিনিয়োগ করবেন

আপনার হাতে ২-৩ লাখ টাকা জমেছে। এ টাকা কী করবেন, কোথায় জমা রাখবেন, এ নিয়ে চিন্তিত হন। এত টাকা হাতে এলে প্রথমেই সঞ্চয়পত্র কেনার কথা ভাবেন অনেকে। আবার অনেকে এফডিআর (স্থায়ী আমানত) করার কথাও চিন্তা করেন।

তবে সঞ্চয়পত্র কেনা নাকি এফডিআর করা—কোনটি ভালো হবে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেক। সঞ্চয়পত্র ও এফডিআর নিয়ে একটি বিশ্লেষণ দেওয়া হলো। বিশ্লেষকেরা বলেন, বিনিয়োগের একটি অংশ সঞ্চয়পত্রে ও অপর অংশ এফডিআরে রাখাই বুদ্ধিমানের কাজ। এতে ঝুঁকি কম থাকে।

সঞ্চয়পত্র

মধ্যবিত্তের জন্য সঞ্চয়পত্র বেশি জনপ্রিয়। কারণ, সঞ্চয়পত্রে বিনিয়োগে ঝামেলা নেই। এত ব্যাংক কেলেঙ্কারির মধ্যেও সঞ্চয়পত্র একটি আস্থার আর্থিক পণ্য হিসেবে সমাজে স্বীকৃত।

সুবিধা কী কী

১. সঞ্চয়পত্রে সরকারি গ্যারান্টি থাকে। তাই টাকা হারানোর ঝুঁকি নেই বললেই চলে।

২. এফডিআর থেকে তুলনামূলকভাবে সুদের হার বেশি। বর্তমানে সঞ্চয়পত্রে গড়ে সুদের হার ১২ শতাংশের আশপাশেই আছে।

৩. দীর্ঘ মেয়াদে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে।

৪. সাধারণত কর মওকুফ বা কর রেয়াত সুবিধা পাওয়া। যা আপনার বছর শেষে করের পরিমাণ কমিয়ে দেবে।

৫. বিপদে পড়লে সঞ্চয়পত্র ভেঙে কাজে লাগানো যায়। অনেকে ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেও সঞ্চয়পত্র কেনেন।

অসুবিধা কী কী

১. নির্দিষ্ট সীমার বেশি কেনা যায় না। যেমন—পরিবার সঞ্চয়পত্র ৪৫ লাখ টাকা পর্যন্ত কেনা যায়। আবার পেনশনার সঞ্চয়পত্র ৫০ লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন।

২. মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে মুনাফার পরিমাণ কমে যায়।

৩. মুনাফার টাকার উৎসে কর কেটে নেওয়া হয়।

৪. তাৎক্ষণিকভাবে নগদায়ন করার সুবিধা সীমিত।

এফডিআর

এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাখতে হয়। আপনার টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রেখে মুনাফা নেওয়া যায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এফডিআর করা যায়।

সুবিধি কী কী

১. ব্যাংকভেদে এফডিআরের মেয়াদ বেছে নেওয়ার সুযোগ আছে। সাধারণত ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত এফডিআর করা হয়।

২. এফডিআরের বিপরীতে ইচ্ছা করলে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যায়। এ ক্ষেত্রে যত টাকার এফডিআর করা হয়, সাধারণত এর ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।

৩. কিছু ব্যাংক মাসিক বা তিন মাস ভিত্তিতে সুদ প্রদান করে। যা নিয়মিত আয়ের উৎস হিসেবে ব্যবহার করা যায়।

৪. টাকা প্রয়োজন হলে তুলনামূলকভাবে সহজে এফডিআর ভাঙানো যায়।

অসুবিধা কী কী

১. সাধারণত সুদের হার সঞ্চয়পত্রের চেয়ে কম। সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকে। কিছু ব্যাংক এর বেশি হারের সুদ দেয়।

২. ব্যাংকের স্থিতিশীলতার ওপর নির্ভর করে এফডিআরের ভবিষ্যৎ।

৩. সময়ের আগে ভাঙালে সুদ কমে যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট–এনআইডিও
  • টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও
  • শেখ হাসিনার পরিবারের ১০ সদস্য ভোট দিতে পারবেন না: ইসি সচিব
  • পরিবার সঞ্চয়পত্র কেনার ১০ সুবিধা
  • পাবনার স্কুলের প্রধান শিক্ষক ভারতের নাগরিক, অভিযোগ শ্যালকের 
  • শেরপুর নির্বাচন অফিসে রোহিঙ্গা আটক
  • সঞ্চয়পত্র নাকি এফডিআর—কোথায় বিনিয়োগ করবেন