নারায়ণগঞ্জের কালিরবাজারে ট্রেন স্টেশনে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি। 

বৃহস্পতিবার (২০ মার্চ ) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর খানপুরে ডিসির বাংলো সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার হওয়া কিল্লারপুলস্থ ডিপিডিসির অফিসের কর্মচারী মো. সজিব মিয়া বলেন, “গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী-সন্তানসহ রওনা দিয়েছিলাম কমলাপুরে। সেখান থেকে ট্রেনে জামালপুরে যাওয়াই ছিল উদ্দেশ্য। তবে নারায়ণগঞ্জের ট্রেন স্টেশনে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে আমাদের বহনকারী অটোরিকশাটি থামায় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি। তাদের হাতে বড় আকারের দুটি ধারালো ছুরি ছিল। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে আমার সাথে থাকা মোবাইল ও নগদ দুই হাজার টাকা, আমার স্ত্রীর কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।”

তিনি অভিযোগ করে বলেন, “এখানে পুলিশের নজরদারী কম থাকে। এর আগেও এখানে ছিনতাই হয়েছে। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে ছিনতাইকারীরা এ স্থানটিকে তাদের ছিনতাইয়ের জন্যে বেছে নেয়।” 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। নজরদারি আরও বাড়ানো হবে।”

ঢাকা/অনিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ ছ নত ই

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

ওই তরুণের নাম রাহীম (২৩)। তিনি বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

এর আগে গতকাল গভীর রাতে দক্ষিণ বারপাড়া এলাকায় ডাকাতির চেষ্টাকালে রাহীমকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গতকাল রাত প্রায় ২টার দিকে দক্ষিণ বারপাড়া এলাকায় এক বাড়িতে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ধাওয়া দিয়ে রাহীমকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাতদের হামলায় এক নারী আহত হয়েছেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • পাকিস্তানের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
  • ‘বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’
  • কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে