গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় ডাকাতিকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত দলের দুই সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম সজীব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। সজীব এলাকায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়ক ধরে বাজারে পৌঁছার আগেই বনের ভেতর তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল ডাকাত। তখন তাঁরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী সজীব হোসেনকে ধরে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার করলে এলাকার মানুষজন এগিয়ে আসেন। তাঁরা ধাওয়া দিয়ে ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাঁদের একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে, অন্যজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড ক ত দল র ব যবস য় উপজ ল

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ