নিজের ও পরিচিতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাকিব মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট ও মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হয়।

এসপি আনোয়ার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে ১৮০ টাকার টিকিট ৪৫০–৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করতেন রাকিব। কালোবাজারী চক্রের সদস্য রাকিব তার নিজের ও পরিচিত চারজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ৫টি রেলওয়ে সেবা অ্যাপস অ্যাকাউন্টে খুলে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতেন।’

এ ঘটনায় ওই কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এসপি আনোয়ার হোসেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক ডিজির এনআইডি ব্লক

দুর্নীতির অভিযোগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে কমিশনের আইটি শাখা এ পদক্ষেপ নিয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চিঠির পরিপ্রেক্ষিতে করা হয়েছে।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এনআইডি বিভাগের সাবেক ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং আরেক জনের এনআইডি ব্লক ও তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান। দুদক জনস্বার্থে এ আবেদন করে।

সালেহ উদ্দিন এনআইডি বিভাগের মহাপরিচালক থাকার সময়ে ফরাসি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে স্মার্ট কার্ড সরবরাহ-সংক্রান্ত বিতর্কিত চুক্তি করেন। প্রতিষ্ঠানটি সময়মতো কার্ড সরবরাহে ব্যর্থ হয়। এর ফলে নির্বাচন কমিশনকে এখনো জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত: ইসি সানাউল্লাহ
  • জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক ডিজির এনআইডি ব্লক