সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বরকত আলী গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবশত ছাদের ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.

শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ করেন মো. বরকতুল্লাহ

সোমবার সকাল ১০ টা থেকে নারায়নগঞ্জের রিভার ভিউ, ফারাজানা টাওয়ার, হাবিব কমপ্লেক্স, বাস ষ্ট্যান্ড, রেল স্টেশনে স্থানীয় নেতাদের নিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, যুবদল নেতা মো.আসলাম মিয়া, হাজী আরিফ, মো. শহীদ এর নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং সালাম পৌঁছে দেন।

এসময় মার্কেট ব্যবসায়ীগণ বলেন, বাবুল ভাই সৎ লোক ভালো লোক, একজন ভালো ব্যবসায়ী, সবার সাথে মিশতে পারে। বিগত সরকারের আমলে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আবু জাফর আহমেদ বাবুল ভাই মনোনয়ন পাবেন এবং উনি মনোনয়ন পেলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন হবে। 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মসজিদের ইমাম বলেন, আমি আবু জাফর আহমেদ বাবুল সাহেবের পক্ষে অনেক আগে থেকেই প্রচারণা শুরু করেছি, আল্লাহ তাহাকে কবুল করুক, আশা করি তিনি অবশ্যই সফল হবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ করেন মো. বরকতুল্লাহ