আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
Published: 22nd, March 2025 GMT
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজধানী ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই।
শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
তারা বলেন, আমরা যে ত্যাগ স্বীকার করেছি, আমাদের সহযোদ্ধারা যে জীবন দিয়েছে, তা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আহত শরীরের ক্ষত এখনো শুকায়নি, শহীদদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাই এ অন্যায় কখনোই মেনে নেওয়া যাবে না।
রাজনৈতিক দলগুলোকে সতর্কবার্তা দিয়ে তারা বলেন, সতর্ক হন, না হলে আরেকটি জুলাই আসবে। নিজেদের সংশোধন করুন, নইলে আওয়ামী লীগের পরিণতিই আপনাদের জন্য অপেক্ষা করছে।
তারা আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, হুমকিতে পিছু হটব না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন শুধু নির্বাচনের দাবিতে সীমাবদ্ধ ছিল না বরং বাকস্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদার জন্য এ লড়াই। স্বাধীনতার এত বছর পরেও যেসব অধিকার জনগণ পায়নি, তা আদায় করতেই আমাদের সংগ্রাম চলবে।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’