মানিকগঞ্জে একই দিনে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তনিমা আক্তার (১৬) ও আফসানা আক্তারের (১৬) মরদেহ সদর উপজেলার দুটি গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ দিন কালীগঙ্গা নদীতে পাওয়া গেছে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ।

তনিমা আক্তার উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে। পুলিশ জানায়, সংবাদ পেয়ে শনিবার দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল সে। 

অপরদিকে, আফসানা আক্তার (১৬) নামের আরেক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া এলাকা থেকে। সে শিবালয় উপজেলা আরিচা গ্রামের রেজাউল হকের স্ত্রী।

পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদীতে এক নারীর মরদেহ ভাসছিল। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সেই মরদেহ উদ্ধার করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, তিন মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ন কগঞ জ ল শ উদ ধ র ম ন কগঞ জ উপজ ল মরদ হ

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ