Samakal:
2025-11-04@01:05:33 GMT

ডিজিটাল অ্যাপে আইপিএল

Published: 22nd, March 2025 GMT

ডিজিটাল অ্যাপে আইপিএল

আবার শুরু হয়েছে আইপিএল আসরের নতুন অধ্যায়। আইপিএল ঘিরে দেশের ক্রিকেটভক্তের আছে বিশেষ আগ্রহ। ক্রিকেটপ্রেমীরা যেন চলতি আইপিএল আসরের সব টানটান উত্তেজনাকর মুহূর্ত নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করবে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। চলতি আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি।
দর্শকের জন্য ভালো অভিজ্ঞতা নিশ্চিতে নতুন ইন্টারফেসের মানোন্নয়ন করেছে উদ্যোক্তারা। ম্যাচের সময় যেখানেই থাকুন না কেন; পথে, স্কুল বা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং ও রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। বাংলালিংক অপারেটরের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, আগ্রহীদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করছি। বাংলাদেশে আইপিএল সিজন চলাকালে দারুণ উত্তেজনা বিরাজ করে। তুমুল আগ্রহের বিবেচনায় ক্রিকেটভক্তদের জন্য সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যে কোনো সময় ও যে কোনো জায়গা থেকে হাইভোল্টেজ টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন। অপারেটরটির আগ্রহী গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কনটেন্ট অফার করা হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড জ ট ল ড টক স র জন য

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ