নতুন আরেকটা আইপিএল মৌসুম, নতুন করে আবার ভারতজুড়ে টি-টোয়েন্টির উন্মাদনা। কিংবা বিশ্বজুড়েই হয়তো। আইপিএল তো এখন আর শুধু ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নয়, অনেকটাই বৈশ্বিক হয়ে গেছে। উন্মাদনা-উত্তেজনায় এটি আইসিসির যেকোনো টুর্নামেন্টকে ছাড়িয়ে যাওয়ার মতোই।

কিন্তু যে টুর্নামেন্ট নিয়ে এত মাতামাতি, তার ভেতরে কী ঘটে? টেলিভিশনের পর্দায় আর মাঠে বসে দর্শক যা দেখেন, তার কতটা সত্যি, কতটা পরিকল্পিত? এখানে কি শুধুই ক্রিকেট চলে, নাকি এর ভেতরেও আছে এক জটিল রাজনীতি, অদৃশ্য শক্তির লড়াই, অবিশ্বাসের অন্ধকার গলি?

‘ইনসাইড এজ’ আমাদের নিয়ে যায় সেই অদেখা পৃথিবীর গহিনে, যেখানে খেলোয়াড়েরা শুধু মাঠে ব্যাট-বল নিয়ে লড়াই করেন না, বরং বিশাল এক ক্ষমতার দাবা খেলায় তারা কখনো ঘুঁটি, কখনো ঘুঁটিবাজ। অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ আমাদের নিয়ে যায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অন্দরমহলে।

‘ইনসাইড এজ’ এর একটি দৃশ্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ