আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মৌসুমের প্রথম ম্যাচ যেন দুঃস্বপ্ন হয়েই থাকে। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত একবারও জয় দিয়ে আসর শুরু করতে পারেনি তারা। এবারও সেই ধারা বজায় থাকলো। রোববার (২৩ মার্চ) রাতে চীপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে আইপিএল ২০২৫ শুরু করলো পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এদিন মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে তাদের ব্যাটিং ধসে পড়ে। জবাবে ৫ বল হাতে রেখে ৪ উইকেটের সহজ জয় পায় চেন্নাই সুপার কিংস।
নিউ জিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাচিন। তার আগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।
এর আগে, মুম্বাইয়ের পক্ষে তিলক ভার্মা সর্বোচ্চ ৩১ রান করেন (২৫ বলে)। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ২৬ বলে ২৯ রান, আর দিপক চাহার ১৫ বলে ২৮ রান যোগ করেন। তবে দলের বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ।
মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মার জন্য দিনটি আরও হতাশার ছিল। শূন্যরানে আউট হয়ে আইপিএলের একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১৮ বার শূন্যরানে আউট হওয়ার তালিকায় এতদিন শীর্ষে ছিলেন দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন রোহিতও।
চেন্নাইয়ের জয়ে বড় ভূমিকা রাখেন নূর আহমেদ। মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই আফগান রিস্টস্পিনার। এছাড়া পেসার খলিল আহমেদ নেন ৩ উইকেট। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ভিনেশ পাথুর ৩টি উইকেট তুলে নেন, তবে দলের হার এড়াতে তা যথেষ্ট ছিল না।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ