চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করা আমার দীর্ঘদিনের ইচ্ছা: ফারুক আহমেদ
Published: 25th, March 2025 GMT
ক্যারিয়ার নিয়ে আফসোসের শেষ নেই অভিনেতা ফারুক আহমেদের। এর কারণ, মঞ্চে তাঁর যেভাবে যাত্রা শুরু হয়েছিল, সেখানে থেকে একদমই আলাদা চরিত্রে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। যে কারণে মঞ্চের বাইরে কমেডি নাটকের চরিত্রের কারণে তিনি দর্শকদের কাছে একভাবে পরিচিত। আড়ালেই থেকে গেছে তাঁর শৈল্পিক আরেক সত্তা।
ফারুক আহমেদ আফসোস করে বললেন, ‘নাটকে আমি একধরনের চরিত্র দিয়ে পরিচিতি পেয়েছি। পরে পরিচালকেরা আমাকে একই চরিত্রের জন্য ডেকেছেন। আমাকে ভিন্নভাবে কেউ আবিষ্কারের চেষ্টা করেননি। সিরিয়াস কাজে আমার ওপর আস্থা রাখতে পারেননি। এটা একজন অভিনেতার জন্য কষ্টের কারণ।’
অথচ ক্যারিয়ারের শুরুর দিকে শুধু কমেডি নিয়ে অভিনয়ের কোনো ইচ্ছাই ফারুক আহমেদের ছিল না। তখন বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে নাম লিখিয়েছেন। এই অভিনেতা বলেন, ‘এখনো আলোচিত মঞ্চনাটকের মধ্যে “কেরামত মঙ্গল”, “যৈবতী কন্যার মন”সহ একাধিক নাটকের কথা প্রথম দিকে আসে। সেসব মঞ্চনাটকে আমি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছি। “কেরামত মঙ্গল” নাটকে কেরামত চরিত্রে অভিনয় করেছি। পরে হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছি। সেটাও আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। হুমায়ূন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা। কিন্তু পরবর্তী সময়ে অনেকেই যে আমার ওপর ভরসা রাখতে পারেননি, সেটা খারাপ লেগেছে।’
অভিনেতা ফারুক আহমেদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ র ক আহম দ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।