ক্যারিয়ার নিয়ে আফসোসের শেষ নেই অভিনেতা ফারুক আহমেদের। এর কারণ, মঞ্চে তাঁর যেভাবে যাত্রা শুরু হয়েছিল, সেখানে থেকে একদমই আলাদা চরিত্রে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। যে কারণে মঞ্চের বাইরে কমেডি নাটকের চরিত্রের কারণে তিনি দর্শকদের কাছে একভাবে পরিচিত। আড়ালেই থেকে গেছে তাঁর শৈল্পিক আরেক সত্তা।

ফারুক আহমেদ আফসোস করে বললেন, ‘নাটকে আমি একধরনের চরিত্র দিয়ে পরিচিতি পেয়েছি। পরে পরিচালকেরা আমাকে একই চরিত্রের জন্য ডেকেছেন। আমাকে ভিন্নভাবে কেউ আবিষ্কারের চেষ্টা করেননি। সিরিয়াস কাজে আমার ওপর আস্থা রাখতে পারেননি। এটা একজন অভিনেতার জন্য কষ্টের কারণ।’

অথচ ক্যারিয়ারের শুরুর দিকে শুধু কমেডি নিয়ে অভিনয়ের কোনো ইচ্ছাই ফারুক আহমেদের ছিল না। তখন বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে নাম লিখিয়েছেন। এই অভিনেতা বলেন, ‘এখনো আলোচিত মঞ্চনাটকের মধ্যে “কেরামত মঙ্গল”, “যৈবতী কন্যার মন”সহ একাধিক নাটকের কথা প্রথম দিকে আসে। সেসব মঞ্চনাটকে আমি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছি। “কেরামত মঙ্গল” নাটকে কেরামত চরিত্রে অভিনয় করেছি। পরে হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছি। সেটাও আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। হুমায়ূন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা। কিন্তু পরবর্তী সময়ে অনেকেই যে আমার ওপর ভরসা রাখতে পারেননি, সেটা খারাপ লেগেছে।’

অভিনেতা ফারুক আহমেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র ক আহম দ

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ