ভাণ্ডারিয়ায় জমি ও বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে আবু সালেহ নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আবু সালেহর ভাই আবুল বাশার রুবেল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত রুবেলকে (২৭) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আবু সালেহ (৩৭) পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

আবু সালেহর বোন আফসানা মিমির ভাষ্য, রাত আড়াইটার দিকে তাঁর চাচাতো ভাই শহিদুল ইসলাম সুমন ১০-১৫ জন সহযোগীকে নিয়ে তাঁর ভাই রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁর  চিৎকারে বড় ভাই আবু সালেহ ও তাঁর স্ত্রী রুবেলের ঘরের কাছে গেলে আবু সালেহকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।

নিহত আবু সালেহর স্ত্রী লাবণী আক্তার জানান, ঘটনার রাতে তারা ঘরে ঘুমিয়েছিলেন। রাতে তাঁর দেবর রুবেলের চিৎকার শুনে তিনি ও তাঁর স্বামী ঘর থেকে বের হয়ে দেখেন রুবেলকে কুপিয়ে উঠানে ফেলে রেখেছে স্থানীয় সুমন ও তাঁর লোকজন। পরে তারা তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় হামলাকারীরা তাঁকে মারধর করে ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ভাণ্ডারিয়া থানা পুলিশ তাঁর স্বামী ও দেবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তাঁর স্বামীর মৃত্যু ঘটে। রুবেলের এক পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে হামলাকারীরা।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, জায়গাজমি ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় অভিযুক্ত সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এ ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ