বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা-তুস জোহরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে লক্ষীপদ দাশকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে তাকে বান্দরবানে আনা হয়। বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার

বিএনপি নেতার বাড়ি থেকে পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

বান্দরবান জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, দোকান-বাড়িঘর হামলা ও চারটি নাশকতাসহ পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/চাইমং/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ ব ন দরব ন জ

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ