বান্দরবান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কারাগারে
Published: 26th, March 2025 GMT
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
গতকাল মঙ্গলবার ঢাকার মিরপুর মডেল থানা এলাকার সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লক্ষ্মীপদ দাশ (৫৪) বান্দরবান পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রাজারমাঠ এলাকার বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল করিম স্বাক্ষরিত গণমাধ্যমকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে ২৫ মার্চ মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে বান্দরবান জেলা পুলিশের একটি স্কট দল ঢাকায় গিয়ে হেফাজতে নেয়। ২৬ মার্চ বান্দরবানে নিয়ে আসা হয়।
গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আক্রমণ, মারধর, হত্যাচেষ্টাসহ ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় পাঁচটি মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামী। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
শুনানি শেষে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ন দরব ন আওয় ম ল গ ব ন দরব ন
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫