ফুলের জন্য বিখ্যাত যশোর অঞ্চল। তবে দেশের আরও কিছু জায়গায় ফুলের চাষ হয়। যেমন কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে কয়েকটি গ্রামে শতাধিক একর জমিতে চাষ হয় গোলাপ; কিন্তু লোকসান দিতে দিতে ফুল চাষে হতাশ দুই শতাধিক কৃষক পরিবার। প্রতিবছর গাছেই নষ্ট হয় ৩০ লাখের বেশি গোলাপ। ফলে এই উপজেলায় সুগন্ধি তৈরির উদ্যোগ গ্রহণ করতে পারলে ফুল চাষের এ সাফল্যকে আরও বিস্তৃত করা সম্ভব। অর্থনৈতিকভাবেও নতুন ক্ষেত্র তৈরি হবে এলাকাটিতে।
প্রথম আলোর প্রতিবেদন জানা যাচ্ছে, কক্সবাজার শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে বরইতলীতে গোলাপের বাগান আছে ১০৩টি। একসময় গোলাপ কেবল শীতকালীন ফুল হিসেবেই পরিচিত ছিল। তবে এখন সারা বছরই এর চাষ হয়। কিন্তু বিশেষ কিছু দিবসে ন্যায্যমূল্যে গোলাপ বিক্রি হলেও অধিকাংশ চাষি সারা বছর লোকসান দিয়ে ফুল বিক্রি করেন। কিন্তু ক্রেতার অভাবে প্রতিবছর গাছে নষ্ট হচ্ছে বিপুলসংখ্যক গোলাপ। ফুল সংরক্ষণের ব্যবস্থা থাকলে এবং সুগন্ধি তৈরির উদ্যোগ গ্রহণ করা গেলেই এসব ফুল নষ্ট হওয়া রোধ করা সম্ভব।
বিভিন্ন দিবস বা অনুষ্ঠান উপলক্ষে উপহার বা সৌন্দর্যবর্ধন ছাড়াও গোলাপের বহুমুখী ব্যবহার আছে। যেমন গোলাপের পাপড়ি থেকে নানা ধরনের সুগন্ধি, প্রসাধন, গোলাপজল, খাবারের নানা উপাদান তৈরি হয় বিদেশে। ফ্রান্স, তুরস্ক, ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশেই এ ধরনের সুগন্ধি তৈরি হচ্ছে। তবে এ জন্য বিশেষ জাত নির্বাচন করে চাষিদের প্রশিক্ষণও দেওয়া হয়; কিন্তু তিন দশক ধরে চকরিয়ায় গোলাপের চাষ হলেও এমন কোনো উদ্যোগ সরকারি কিংবা বেসরকারিভাবে নেওয়া হয়নি।
বরইতলীর ফুলচাষিদের বক্তব্য, গোলাপ দিয়ে সুগন্ধি উৎপাদনের উদ্যোগ নেওয়া হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো, তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। শিক্ষিত বেকার যুবকেরা গোলাপ চাষে উৎসাহিত হতেন। উপজেলা কৃষি কর্মকর্তাও বলছেন, ফুল থেকে সুগন্ধি তৈরিতে বিদেশে বহু কারখানা আছে। বেসরকারি উদ্যোগে কক্সবাজার কিংবা চট্টগ্রামে গোলাপসহ বিভিন্ন ফুলের নির্যাস দিয়ে সুগন্ধি তৈরির ল্যাব কিংবা কারখানা তৈরি করা গেলে গোলাপচাষিরা লাভবান হতেন।
বেসরকারি খাতে সুগন্ধি তৈরির উদ্যোগ গ্রহণে সরকারের পক্ষ থেকেও কি করণীয় নেই? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ জন্য প্রচার–প্রচারণা, প্রশিক্ষণ ও ঋণসহায়তা দিতে পারে। ব্যবসায়িক গোষ্ঠীগুলোকে এখানে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা যেতে পারে। প্রতিবছর বিপুল ফুল নষ্ট হয়ে যাচ্ছে, তা তো মানা যায় না। এভাবে চলতে থাকলে তো গোলাপ চাষ করাই বন্ধ করে দেবেন চাষিরা। এলাকাটিকে কয়েক দশকের এই কৃষিঐতিহ্য হারিয়ে যাক, তা আমরা চাই না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা