ইয়েল ইউনিভার্সিটির ফেলোশিপ পেলেন রেজোয়ান
Published: 29th, March 2025 GMT
স্থপতি মোহাম্মদ রেজোয়ান ২০২৫ সালের ‘ইয়েল বিশ্ব ফেলো’ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের বন্যাপীড়িত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ‘ভাসমান শিক্ষাব্যবস্থা’ উদ্ভাবনের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ভাসমান স্কুলের উন্নয়ন, সম্প্রসারণ এবং টেকসইকরণের কাজ করছেন।
চলতি বছর বিশ্বের ৪ হাজার দুইশ জনের অধিক মনোনীত প্রার্থীর মধ্যে থেকে ১৬ জনকে ‘ইয়েল বিশ্ব ফেলো’ নির্বাচিত করা হয়। তারা শাসনব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, ব্যবসা, গণমাধ্যম, আইন, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
ইয়েল ইন্টারন্যাশনাল লিডারশিপ সেন্টারের পরিচালক এমা স্কাই বলেন, ‘‘ভাসমান স্কুল শুধু বাংলাদেশের নয়, এখন সারা বিশ্বের আশা। কেননা রেজোয়ানের উদ্ভাবিত ভাসমান শিক্ষার টেকসই মডেল জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত দুই দশকে তার নেতৃত্বে পরিচালিত উদ্যোগ দেখিয়েছে যে, জলবায়ু অভিযোজনে স্থানীয় উদ্ভাবন কেবল একটি দেশে নয়, বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে।’
স্থপতি রেজোয়ান চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠেছেন, যেখানে বন্যার কারণে প্রতিবছর স্কুল বন্ধ হয়ে যেত, মানুষের জীবিকা অনিশ্চিত হতো, একইসঙ্গে বাধাগ্রস্ত হতো মানুষের মৌলিক সেবা। রেজোয়ান এই সমস্যাকে কেবল সংকট হিসেবে দেখেননি, বরং এরই মাঝে একটি নতুন সমাধানের পথ খুঁজেছেন। তার প্রতিষ্ঠান সিধুলাই স্ব-নির্ভর সংস্থা-২০০২ সালে বিশ্বের প্রথম ভাসমান স্কুলের ধারণা বাস্তবায়ন করে। সৌরবিদ্যুৎ চালিত নৌকায় পরিচালিত এসব স্কুলে বন্যার মধ্যেও শিশুরা শিক্ষার সুযোগ পায়।
শুধু শিক্ষা নয়, রেজোয়ানের উদ্যোগ সম্প্রসারিত হয়েছে ভাসমান গ্রন্থাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, প্লে গ্রাউন্ড ও ভাসমান কৃষি খামার। বাংলাদেশ সরকার তার উদ্ভাবনকে (ভাসমান স্কুল) জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০)-তে অন্তর্ভুক্ত করেছে। তার উদ্ভাবনী মডেল এখন পর্যন্ত এশিয়া ও আফ্রিকার আটটি দেশে অনুসরণ করা হচ্ছে।
রেজোয়ান বলেন, ‘‘এই স্বীকৃতি বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষদের জন্য যারা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন। তাদের কাছ থেকে প্রাপ্ত প্রেরণার কারণেই আমরা প্রমাণ করতে পেরেছি যে, নতুন সমাধান বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারে। আশা করি, ইয়েল ইউনিভার্সিটির এই স্বীকৃতি জলবায়ু অভিযোজন ও শিক্ষার উন্নয়নের সিধুলাই ভাসমান স্কুল মডেলকে বৈশ্বিক পর্যায়ে আরো ব্যাপক আকারে বিস্তারের সুযোগ করে দেবে।’’
রেজোয়ানের ভাসমান স্কুলের ধারণাকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা উদ্ভাবন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে ২০১৯ সালে ব্রিটিশ বই ‘আর্থ হিরোস’ তাকে বিশ্বের ২০ জন ‘আর্থ হিরো’র একজন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। রেজোয়ান ও তার ভাসমান স্কুল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং তাইওয়ানসহ বিভিন্ন দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে।
রেজোয়ান ‘সিধুলাই স্ব-নির্ভর সংস্থা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তার ভাসমান স্কুল দেশ-বিদেশে খ্যাতি পেয়েছে ‘রেজোয়ানের নৌকাস্কুল’ নামে। বিশেষভাবে ডিজাইনকৃত নৌকায় ডিজিটাল শ্রেণীকক্ষের পাশাপাশি রয়েছে ভাসমান লাইব্রেরি, খেলার মাঠ ও স্বাস্থ্যসেবা ক্লিনিক এবং কিশোরী-তরুণীদের জন্য রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
‘ইয়েল বিশ্ব ফেলো’ প্রোগ্রাম হলো চার মাসের একটি পূর্ণকালীন রেসিডেনসিয়াল প্রোগ্রাম, যা ইয়েল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল লিডারশিপ সেন্টার থেকে পরিচালিত হয়। প্রতি বছর যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এই ফেলোশিপ প্রদান করে, যা বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ ফেলোশিপ প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম।
তারা//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইউন ভ র স ট পর চ ল র জন য জলব য
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক