ঈদ মানেই ঢালিউড কিং শাকিব খানের সিনেমা। তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ‘বরবাদ’ সিনেমার কারণে আলোচনার তুঙ্গে এই অভিনেতা। ঈদ আনন্দে প্রবাসীদের ভোলেননি শাকিব। রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এই নায়ক।

রবিবার (৩০ মার্চ) মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ফেসবুক পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। পরে সেই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন।

এ পোস্টে শাকিব খান লেখেন, “অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।”

আরো পড়ুন:

প্রকাশ্যে ‘চাঁদ মামা’, নেটিজেনরা বলছেন ‘আগুন’

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

পোস্টটি দেওয়ার চার ঘণ্টায় মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজার। তার ভক্ত-অনুরাগীরাও তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদুল ফিতরে ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিলে। গত ২৬ মার্চ বিকালে মুক্তির সব সংকট কেটে যায়। সেদিন সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী। শাকিব খানের আগের সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে ‘বরবাদ’ সিনেমা সর্বোচ্চ রেন্টাল পেয়েছে ১৩ লাখ টাকা।

‘বরবাদ’ সিনেমার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া (মাস্টার)। প্রবীণ এই ব্যবস্থাপক জানান, তাদের লক্ষ্য ১২০টির বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন প রব স বরব দ

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ