একজন ফুটবলের মহাতারকা, অন্যজন টেনিসের। তবে লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের বন্ধুত্বটা বেশ পুরোনো। এই মুহূর্তে দুজন আবার একই শহরে অবস্থান করছেন।

মায়ামি ওপেন খেলতে জোকোভিচ গেছেন মেসির শহর মায়ামিতে। কাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে জোকোভিচের সেমিফাইনাল দেখতে পরিবার নিয়ে হার্ড রক স্টেডিয়ামেও গিয়েছিলেন মেসি।

গতকাল পরিবার নিয়ে জোকোভিচের খেলা দেখতে গিয়েছিলেন মেসি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান

তরুণ রক শিল্পীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে রকসল্ট। ব্যান্ডটি পথচলার প্রথম মাসেই ‘নিষ্পত্তি’ নামে নিজেদের প্রথম গান প্রকাশ করেছে। গানটি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে এসেছে। অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।

আরও পড়ুনবর্ষায় বাড়ছে কনসার্ট১৯ জুলাই ২০২৫

রকসল্ট গানটি উৎসর্গ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে। ২৭ আগস্ট গানটি প্রকাশের কথা থাকলেও সেদিন রাতুলের মৃত্যুতে গানটির প্রকাশ স্থগিত করা হয়। ব্যান্ডটির বেজ গিটারিস্ট রাজীব প্রথম আলোকে বলেন, ‘কেইজ–এর পুরো জার্নিতে রাতুল আমাদের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে প্রায় প্রতিদিন সাউন্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আড্ডা ও পরামর্শ হয়েছে। মৃত্যুর দুদিন আগে ২৫ জুলাই আমরা একসঙ্গে গানটি শুনেছি। তাঁর এই আকস্মিক মৃত্যুর ট্রমা আমরা কাটিয়ে উঠতে পারছি না। গানটি তাঁর স্মৃতিতে উৎসর্গ করছি। তিনি যেখানেই আছেন যেন ভালো থাকেন।’

রকসল্ট ব্যান্ডের সদস্যরা

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এই পুরস্কার সব মাকে উৎসর্গ করছি’
  • রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান