ঈদের দিনও কাজের ব্যস্ততায় কাটে যাঁদের
Published: 31st, March 2025 GMT
উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। এদিন পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন বেশির ভাগ মানুষ। কিন্তু এমন অনেক পেশার মানুষ আছেন, যাঁদের জন্য এই দিনটিও কাটছে কাজের ব্যস্ততায়। হাসপাতাল, থানা-পুলিশ, ট্রাফিক পুলিশ, গণমাধ্যম, জরুরি পরিষেবা ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত অনেকেই আজ ঈদের দিনেও নিরবচ্ছিন্নভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে গিয়ে দেখা গেল, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভিড় রয়েছে। বিভিন্ন দুর্ঘটনা ও হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা। আর তাঁদেরই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবদুর রহমান বলেন, ‘আমরা চিকিৎসকেরা নিয়মিতই পালাক্রমে দায়িত্ব পালন করি। সে অনুযায়ী ঈদের দিনেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের রোগীদের সেবা করতে হয়। এই সেবার মাঝেই আমাদের ঈদের আনন্দ।’
জরুরি বিভাগে সকাল থেকে আটজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন জানিয়ে আবদুর রহমান আরও বলেন, এ বিভাগের বেশির ভাগ চিকিৎসক কাজে রয়েছেন। আজ ঈদের দিনেও বিভিন্ন দুর্ঘটনা, মারামারি ও হামলায় গুরুতর আহত হওয়া অনেককে হাসপাতালে আনা হচ্ছে। ফাঁকা রাস্তায় অনেকে বেপরোয়া যানবাহন কিংবা মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন।
জরুরি বিভাগে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছিল মিশুক চালক ইমরান মিয়াকে। রামপুরার মেরাদিয়া এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁর মাথায় ব্যান্ডেজ প্যাঁচানো ছিল।
রাজধানীবাসীর নিরাপত্তা দিতে ঈদের দিনেও মাঠে কাজ করছেন পুলিশ সদস্যরা। ঢাকা, ৩১ মার্চ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদ র দ ন ও চ ক ৎসক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।