Prothomalo:
2025-05-01@07:53:12 GMT

‘বরবাদ’ কি বরবাদ করতে পারবে

Published: 31st, March 2025 GMT

শাকিব খানের নতুন সিনেমার খবরে তাঁর দর্শকেরা যেমন আনন্দিত হন। একইভাবে আনন্দিত হন হল কর্তৃপক্ষও। ধুলা ঝেড়ে নতুন পোস্টারে সেজে ওঠে হলগুলো। ‘বরবাদ’ সিনেমার মুক্তি উপলক্ষে এমনটায় চোখে পড়েছে ঢাকার মধুমিতা সিনেমা হল প্রাঙ্গণে। বরবাদের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে হলটি। বরবাদের টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় আছেন। আশা বরবাদের পরশে বরবাদ হয়ে যাওয়া। বরবাদ কি সত্যিই বরবাদ করতে পারবে?

২০২৪ সালে ‘তুফান’ দিয়ে হল মাতিয়েছিলেন শাকিব খান। সিনেমা হল প্রাঙ্গণে এত হুল্লোড় বহুদিন পর দেখা গিয়েছিল। শুধু তা–ই না, মধুমিতা হলে টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। ‘তুফান’ দেখে দর্শক আনন্দ পেয়েছিলেন। বলা চলে, তুফান এসেছিল তুফানের মতোই। তুফানের নির্মাণ, গল্প, গান সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল বলেই, এমনটা ঘটেছে বলে দর্শকমত রয়েছে। বিশেষ করে তুফানের গানগুলোর কথা বলতে হবে। ‘লাগে উরাধুরা’ ‘দুষ্টু কোকিল’ গান দুটি সিনেমাটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাছাড়া শাকিব খানও চমৎকারভাবে ‘তুফান’ চরিত্রটিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তাঁর কথা বলার ধরন, অঙ্গভঙ্গি থেকে প্রতিটি দৃশ্যায়নে মুহুর্মুহু ‘তুফানি’ জোশ উপভোগ করেন দর্শক। পাশাপাশি অন্য কলাকুশলীরাও প্রাণবন্ত অভিনয় করেছেন।

আরও পড়ুন‘বরবাদ’-এর টিজার: শাকিব কি শাকিবকেই ছাড়িয়ে যাবেন২৭ ফেব্রুয়ারি ২০২৫‘বরবাদ’ ছবির পোস্টার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরব দ

এছাড়াও পড়ুন:

বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে ‘দখলে নিল’ চীন

দক্ষিণ চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে চীনের কোস্টগার্ড দখলে নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনা ফিলিপাইনের সঙ্গে দেশটির আঞ্চলিক বিরোধ আরও বাড়াবে বলে আশঙ্কাও করা হচ্ছে।

চীনা গণমাধ্যম সিসিটিভির প্রকাশিত ছবিতে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের বিরোধপূর্ণ প্রবালপ্রাচীর স্যান্ডি কে-তে কালো পোশাক পরা কোস্টগার্ডের চার কর্মকর্তাকে চীনের জাতীয় পতাকা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এপ্রিলের শুরুর দিকে চীন ওই প্রবালপ্রাচীরে ‘সামুদ্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সার্বভৌম অধিকার প্রয়োগ করেছে’, সিসিটিভি এমনটাই জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষিণ চীন সাগরের বেশ কিছু দ্বীপের মালিকানা নিয়ে চীন ও ফিলিপাইনের পাল্টাপাল্টি দাবি আছে।

এ ঘটনার পর রোববার ফিলিপাইন তিনটি বালুচরে নামার কথা জানায় এবং চীনের ছবির অনুকরণে তাদের কর্মকর্তারাও একটি প্রবালপ্রাচীরে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছে এমন একটি ছবি প্রকাশ করে। অবশ্য ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী যেসব বালুচরে নেমেছে, তার মধ্যে কোনোটি স্যান্ডি কে কিনা, তা নিশ্চিত হতে পারেনি বিবিসি।
এক বিবৃতিতে ন্যাশনাল টাস্কফোর্স ওয়েস্ট ফিলিপাইন সি জানায়, তারা একটি বালুচর থেকে এক হাজার গজ দূরে চীনা কোস্টগার্ডের একটি নৌযান এবং আরও সাতটি চীনা মিলিশিয়া নৌযানের ‘অবৈধ উপস্থিতি’ দেখতে পেয়েছিল।

পশ্চিম ফিলিপাইন সাগরে দেশের সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার ও কর্তৃত্ব রক্ষায় ফিলিপাইন সরকারের অবিচল নিষ্ঠা ও দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ এই অভিযান,’ বলা হয়েছে বিবৃতিতে।

রোববারই পরে এক বিবৃতিতে চীনা কোস্টগার্ড জানায়, তারা তিয়েশিয়ান প্রবালপ্রাচীরে ৬ ফিলিপিনোর ‘অবৈধভাবে নামার ঘটনায় ব্যবস্থা নিয়েছে’। স্যান্ডি কে চীনে তিয়েশিয়ান প্রবালপ্রাচীর নামে পরিচিত।

চীনের দিক থেকে সতর্কবার্তা ও নিরুৎসাহিত করার পরও ফিলিপাইনের ছয়জন অবৈধভাবে তিয়েশিয়ান প্রবালপ্রাচীরে নামে। চীনের কোস্টগার্ড সদস্যরা এরপর ওই প্রবালপ্রাচীরে নামে এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। রোববার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে চীনা কোস্টগার্ডের মুখপাত্র লিউ দেজুন এমনটাই বলেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে ‘দখলে নিল’ চীন