সাধারণ ব্যবহারকারীরাও গুগল সার্চের নতুন এআই মোড ব্যবহার করতে পারবেন
Published: 2nd, April 2025 GMT
গুগল সম্প্রতি সার্চের জন্য নতুন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোড’ চালু করেছে। এই মোড উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্চকে আরও বুদ্ধিমত্তাসম্পন্ন ও কার্যকর করে তুলবে। নতুন এই মোড ব্যবহারকারীদের সরাসরি সার্চ ফলাফলের পেজেই কাঙ্ক্ষিত তথ্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করবে। ফলে অনেক ক্ষেত্রে আলাদা করে ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজনীয়তা কমে যাবে। প্রাথমিকভাবে এই সুবিধা কেবল গুগল ওয়ান এআই প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। তবে এবার চালু হওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ গুগল ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে।
গুগল সার্চের প্রচলিত অল ও ইমেজেস ট্যাবের পাশেই নতুন এআই মোড যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, এটি মূলত এআই ওভারভিউসের একটি উন্নত সংস্করণ। যা আরও গভীর বিশ্লেষণ, যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণ এবং মাল্টিমিডিয়া তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়িয়েছে। নতুন এই মোড বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর জন্য সংক্ষিপ্ত ও সুবিন্যস্ত আকারে উপস্থাপন করতে সক্ষম। ফলে সার্চ করা কোনো বিষয়ের উত্তর দ্রুত পাওয়া যাবে এবং একাধিক ওয়েবসাইট ঘেঁটে তথ্য খোঁজার প্রয়োজন কমে যাবে।
গুগল এখনো নিশ্চিত করেনি কবে নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে এই সুবিধা চালু করা হবে। তবে গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন জানিয়েছেন, ধাপে ধাপে এর ব্যবহার আরও বিস্তৃত করা হবে।
যারা আগে থেকেই গুগল ল্যাবসের এআই মোডের ওয়েটলিস্টে নাম লিখিয়েছেন, তাঁরা শিগগিরই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। নতুন ব্যবহারকারীরাও চাইলে গুগল ল্যাবসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এআই মোড ব্যবহারের জন্য আবেদন করতে পারেন। একবার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে গুগল ই–মেইলের মাধ্যমে নিশ্চিত করবে যে ব্যবহারকারী এ ফিচারটি সক্রিয় করতে পারবেন।
গুগল জানিয়েছে, এই মোড আরও উন্নত করতে বেশ কিছু নতুন সুবিধা যোগ করা হবে। ভবিষ্যতের আপডেটে ভিজ্যুয়াল রেসপন্স, আরও উন্নত ফরম্যাটিং এবং প্রাসঙ্গিক ওয়েবসাইটের তথ্য আরও কার্যকরভাবে উপস্থাপন করার ব্যবস্থা থাকবে। এতে ব্যবহারকারীরা আরও সহজে ও দ্রুত অনুসন্ধানের ফলাফল পেতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র এআই ম ড এই ম ড র জন য
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।