মাদারীপুরের শিবচর উপজেলায় সাইদ মোল্লা (৬০) নামের এক চালককে হত্যার পর তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানসহ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী বেশে ভ্যানে ওঠে ছিনতাই চক্রের সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে ভ্যান কাঠালবাড়ির তালতলা এলাকায় এলে প্রথমে ভ্যানচালক সাইদ মোল্লাকে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। পরে ভ্যান নিয়ে সটকে পড়ে। ছিনতাইকারীরা ভ্যান নিয়ে কাঠালবাড়ি এলাকা অতিক্রম করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের গতি রোধ করা হয়। এ সময় ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করে এলাকাবাসী। অন্যরা পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেছেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই চক্রের এক সদস্যকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। 

ঢাকা/বেলাল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক ব স ছ নত ই

এছাড়াও পড়ুন:

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষ স্বীকার করেন কি না। জবাবে চঞ্চল চন্দ্র নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল–১–এ গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ