নাটক ইন্ডাস্ট্রিতে এবার শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে। প্রতিবারের মতো এবারের ঈদেও চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নাটক। ঈদ উপলক্ষে তিনি চারটি নাটক নির্মাণ করেছেন। নাটকগুলো হল ‘কোনো একদিন’, ‘ভালো থেকো মেঘ’ ‘কাজল ভোমরা’। এই তিনটি নাটকই প্রচার হবে ৩ এপ্রিল, দেশের তিনটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে।

‘কোনো একদিন’
চয়নিকা চৌধুরীর নাটক মানেই সেখানে সম্পর্ক ও ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বলা যায় গল্পনির্ভর কাজ করতেই পছন্দ করেন এই নির্মাতা। ‘কোন একদিন’ নাটকটিও এর ব্যতিক্রম নয়। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ৩ বছর পর তাদেরকে জুটি করে কাজ করলেন চয়নিকা।

রঙ্গন মিউজিকের ব্যানারে ‘কোনো একদিন’ নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। ‘কোনো একদিন’ নাটকে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

এটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে, রাত ৯টা ৫৫ মিনিটে। তবে নাটকটি পরবর্তীতে ‘রঙ্গন মিউজিক’-এর ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

‘ভালো থেকো মেঘ’
তানজিন তিশা, সজল নূর এবং প্রান্তর দস্তিদারকে নিয়ে এই নির্মাতার আরেকটি নাটক ‘ভালো থেকো মেঘ’। আসিফ ইকবালের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। সজল নূর, তানজিন তিশা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, প্রান্তর দস্তিদার,ওয়াজিহা হক,আজম খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে ‘গাংচিল মিউজি’। প্রচার হবে ‘গাংচিল মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে, দুপুর ১টায়। 
পোস্টার

‘কাজল ভোমরা’
বেশ দীর্ঘ সময় পর ঈদের নাটক লিখেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির নাম ‘কাজল ভোমরা’। ‘কাজল ভোমরা’ নাটকে অভিনয় করেছেন সামিরা খান মাহি, জুনায়েদ বোগদাদি, মিলিবাশার, আজম খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে আঁকা চিত্রগল্প। এটি প্রচার হবে এনটিভিতে, দুপুর ২টা ২০ মিনিটে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ য় ইসল ম ম আফজ ল হ স ন চয়ন ক একদ ন ন টকট

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ