গণ-অভ্যুত্থানে শহীদ তাহমিদের পরিবারের পাশে ছাত্রদল
Published: 3rd, April 2025 GMT
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ তাহমিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের পক্ষ থেকে শহীদ তাহমিদের পরিবারকে ঈদ শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। বুধবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবম শ্রেণির শিক্ষার্থী শহীদ তাহমিদ ছাত্রদলের কর্মী ছিল। শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড় এলাকায় পুলিশের গুলিতে সে নিহত হয়।
ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদলের নেতা-কর্মীরা শহীদ তাহমিদের পরিবারের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাহমিদের কবর জিয়ারত করে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া অন্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান বলেন, ছাত্রদল সব সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের নেতা-কর্মীরা আহত ও শহীদদের পরিবারের সবার খোঁজখবর রাখছেন। এরই ধারাবাহিকতায় শহীদ পরিবারের জন্য ঈদের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে। পাশাপাশি যাঁরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র পর ব র র ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণের অভিযোগ, অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি