ঈদ উৎসবে বিনোদন কনটেন্ট বা পণ্য নির্বাচনে সার্চের বিকল্প নেই। ডিজিটাল বিনোদন এখন সার্চ ছাড়া অসম্ভব। সুদক্ষ ও নির্ভরযোগ্য ওয়েব ব্রাউজার ছাড়া ঠিকঠাক তথ্যের খোঁজ পাওয়া যেন দুরূহ। মাইক্রোসফট এডজ ব্রাউজারে বিশেষ সংযোজন তেমনই উদাহরণ।

মাইক্রোসফট উদ্ভাবিত আধুনিক ব্রাউজার, যা দেবে দ্রুত ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা। ব্রাউজারটি গ্রাউন্ডআপ থেকে নির্মিত। এ ব্রাউজার ভক্তদের কনটেন্ট চাহিদা পূরণে সঠিক পণ্য খুঁজে নিতে সহায়তা করে। মাইক্রোসফট যখন প্রথম নতুন ব্রাউজার উদ্ভাবনের ঘোষণা দেয়, তখন কিছুটা সংশয় ছিল।

অনেকে ভেবেছিলেন, অন্য কোনো ব্রাউজার থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতেই সবাই পছন্দ করেন। তাই অন্য ধারার ব্রাউজার সহজে জায়গা করে নিতে পারবে না। কিন্তু আদৌ তেমনটা হয়নি। মাইক্রোসফট ব্রাউজার শুরু থেকেই গ্রাহকপ্রিয়তা নিশ্চিত করে এগিয়ে চলেছে। গবেষকরা বলছেন, ব্রাউজার প্রতিযোগিতায় গুগল ক্রোম অনেক এগিয়েছে। তবে মাইক্রোসফটের সর্বশেষ অফার নতুন প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। মাইক্রোসফট এডজ এখন ইন্টারনেটে তৃতীয় জনপ্রিয় ওয়েব ব্রাউজার।

সবাই যেভাবে ওয়েব ব্রাউজ করে, তার মধ্যে সবচেয়ে জরুরি গোপন তথ্যের সুরক্ষা। মূলত এটি বিনামূল্যের ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, যা ক্রোমিয়াম বৈশিষ্ট্যে নির্মিত। সার্চ ইঞ্জিন, যা গুগল ক্রোমকে শক্তিশালী করে। সাহসী ব্রাউজার গ্রাহককে অনলাইনে ব্রাউজ করার সময় গোপনীয়তা, নিরাপত্তা ও গতির প্রশ্নে আপস করার সুযোগ দেয় না।

ট্র্যাকিং কুকিজ ও অনুপ্রবেশকারী বিজ্ঞাপনের ওপর নির্ভর করার বদলে সাহসী ব্রাউজার ক্ষতিকারক সবকিছু সমূলে ব্লক করতে সক্ষম। ডিজিটাল ক্যানভাসে অনেকে সুরক্ষিত থাকতে ক্ষতিকারক ওয়েবসাইট থেকে বেনামি ব্রেভ লেজারের ওপর নির্ভর করে। সাহসী ব্রাউজর হিসেবে খ্যাত ব্রেভ তথ্য খুঁজতে দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা স্মার্ট ডিভাইসের জন্য সহজে অপ্টিমাইজ সুবিধা দেয় বলে নির্মাতারা জানায়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ