অবসর পেলেই মন্দির দর্শনে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে যান সারা আলি খান। অনুরাগীদের অনেকেই তা জানেন। তারপরও এ বলিউড অভিনেত্রীর মন্দির দর্শনের বিষয়টি নিয়ে তারা মেতে উঠছেন নতুন জল্পনায়।
নেটিজেনদের কেউ কেউ দাবি করেছেন, নতুন করে প্রেমে মজেছেন এই অভিনেত্রী। আর সেই প্রেমিক পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করার বাসনায় মন্দিরে গিয়ে আশীর্বাদ নিচ্ছেন। তবে নেটিজেনদের এই দাবি সত্য কিনা, তার শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
কামাখ্যার মন্দিরে সারাকে যে এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে, তার প্রমাণ তুলে ধরেছেন ছবিশিকারিরা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি আরও একবার কামাখ্যা দর্শনে গিয়েছিলেন সারা। মন্দির দর্শনের মুহূর্তে শিকারিরা যে ছবিগুলো তুলেছেন, তার ফ্রেম নজর কেড়েছে এক ‘রহস্যময় পুরুষ’।
ছবিতে আরও দেখা গেছে, সাদা শিফনের সালোয়ার পরে সিঁদুরে কপাল রাঙিয়েছেন সারা। মন্দিরে প্রবেশ করেই একমনে ধ্যানমগ্ন হয়ে আছেন। পুজোর পর নৌকা চড়ে ব্রহ্মপুত্র বুকে ভেসে বাড়ানোর মুহূর্তটাও ক্যামেরাবন্দি করে রেখেছেন অনুরাগীরা। তবে সেই গুচ্ছখানেক ছবির মধ্যে একটি ছবি নিয়ে মূলত প্রেমের গুঞ্জনের সূত্রপাত।
সেই ছবিতে দেখা গেছে, কামাখ্যার নিয়মমাফিক পূজা দেওয়ার পর রীতি অনুযায়ী সিঁদুরেমাখা মূর্তিতে কাঁচা পয়সা দিচ্ছেন সারা। আর সেখানেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন, যিনি পূজার লাল উত্তরীয় গলায় জড়িয়ে সারার পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছেন। তা দেখেই নেটিজেনরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন সারাকে। তাঁর সঙ্গে থাকা রহস্যময় পুরুষটি নতুন প্রেমিক কিনা? সেই প্রশ্নই জোরালো হয়ে উঠেছে নেট দুনিয়ার বাসিন্দাদের কাছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র আল খ ন মন দ র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।