ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে
Published: 6th, April 2025 GMT
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রায় সবারই শিরোপা নিশ্চিত। চরম উত্তেজনা বিরাজ করছে কেবল স্প্যানিশ লা লিগায়। প্রথমদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ শিরোপার দৌড়ে থাকলেও, এখন সেই লড়াই কেবল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মাঝে।
এরই মাঝেই ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে বার্সা ও রিয়ালের মাঝে। ব্যবধানটা ৬ পয়েন্টে উন্নীত করার সুযোগ তৈরি করে দিয়েছিল রিয়ালই। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা।
আরো পড়ুন:
দারুণ জয়ে ব্যবধান বাড়ালো বার্সা
উয়েফা, ফিফা ও লা লিগা কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন কুন্দে
শনিবার (৫ মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোলে তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রিয়াল। মৌসুমের শেষ মুহূর্তের এই হারে কপালে হাত লস ব্ল্যাঙ্কসদের। আর মাত্র ৮ লেগ বাকি। এর মাঝে এই ব্যবধান ঘোচানো বেশ চ্যালেঞ্জিং।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামে রিয়াল। পুরো ম্যাচ শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা। কিন্তু গোল পাইনি, উল্টো গোল হজম করে দুবার।
ম্যাচের ১৩তম মিনিটটা অশুভ হয়েই এসেছিল স্বাগতিকদের জন্য। পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। এর ২ মিনিট পরই পিছিয়ে যায় মাদ্রিদের সাদার। ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন মুকতার দিয়াকাবি। বিরতির পর খেলা শুরু হলে পঞ্চম মিনিটেই ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরোর গোলে রিয়ালকে হারিয়ে দেয় ভ্যালেন্সিয়া।
এ জয়ে ৩০ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’