ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে
Published: 6th, April 2025 GMT
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রায় সবারই শিরোপা নিশ্চিত। চরম উত্তেজনা বিরাজ করছে কেবল স্প্যানিশ লা লিগায়। প্রথমদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ শিরোপার দৌড়ে  থাকলেও, এখন সেই লড়াই কেবল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মাঝে।  
এরই মাঝেই ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে বার্সা ও রিয়ালের মাঝে। ব্যবধানটা ৬ পয়েন্টে উন্নীত করার সুযোগ তৈরি করে দিয়েছিল রিয়ালই। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা।
 
আরো পড়ুন:
দারুণ জয়ে ব্যবধান বাড়ালো বার্সা
উয়েফা, ফিফা ও লা লিগা কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন কুন্দে
শনিবার (৫ মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোলে তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রিয়াল। মৌসুমের শেষ মুহূর্তের এই হারে কপালে হাত লস ব্ল্যাঙ্কসদের। আর মাত্র ৮ লেগ বাকি। এর মাঝে এই ব্যবধান ঘোচানো বেশ চ্যালেঞ্জিং।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামে রিয়াল। পুরো ম্যাচ শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা। কিন্তু গোল পাইনি, উল্টো গোল হজম করে দুবার।
ম্যাচের ১৩তম মিনিটটা অশুভ হয়েই এসেছিল স্বাগতিকদের জন্য। পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। এর ২ মিনিট পরই পিছিয়ে যায় মাদ্রিদের সাদার। ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন মুকতার দিয়াকাবি। বিরতির পর খেলা শুরু হলে পঞ্চম মিনিটেই ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরোর গোলে রিয়ালকে হারিয়ে দেয় ভ্যালেন্সিয়া।
এ জয়ে ৩০ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে মানব পাচারকারী আটক, উদ্ধার ২৫
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারের শিকার নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুইজন মানব পাচারকারীকে আটক করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে।
এই খবরে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার ও দুইজন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। তারা মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌযানে করে ভুক্তভোগীদের পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
ঢাকা/তারেকুর/এস