ফেনী সীমান্তে বিজিবির হাতে তানজানিয়ার এক নারী গ্রেপ্তার
Published: 7th, April 2025 GMT
ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তানজানিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে সীমান্তের পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই নারীর নাম তিজাইব্রাহিমু আমিনা শাবান (৩২)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, পরশুরামের নিজকালিকাপুর বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে তিউনেশিয়ার ওই নাগরিক বাংলাদেশ অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পূর্ব নিজকালিকাপুর মজুমদার বাড়ির মসজিদের সামনে তাঁকে আটক করা হয়। তল্লাশি করে তাঁর কাছে তানজানিয়ার পাসপোর্ট পাওয়া যায়। তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনো ভিসা বা ভ্রমণনথি পাওয়া যায়নি।
বিজিবির জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি অজ্ঞাতনামা কয়েকজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় নিজকালিকাপুর সীমান্ত এলাকা দিয়ে ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করেন। পরে তাঁকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক হওয়া তানজানিয়ার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে গত ২২ মার্চ সোমালিয়ার একজন নাগরিক, ১৯ মার্চ নাইজেরিয়ার একজনকে আটক করা হয়েছে। গত এক বছরে নিজকালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে ৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে