ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তানজানিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে সীমান্তের পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই নারীর নাম তিজাইব্রাহিমু আমিনা শাবান (৩২)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, পরশুরামের নিজকালিকাপুর বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে তিউনেশিয়ার ওই নাগরিক বাংলাদেশ অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পূর্ব নিজকালিকাপুর মজুমদার বাড়ির মসজিদের সামনে তাঁকে আটক করা হয়। তল্লাশি করে তাঁর কাছে তানজানিয়ার পাসপোর্ট পাওয়া যায়। তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনো ভিসা বা ভ্রমণনথি পাওয়া যায়নি।

বিজিবির জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি অজ্ঞাতনামা কয়েকজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় নিজকালিকাপুর সীমান্ত এলাকা দিয়ে ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করেন। পরে তাঁকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক হওয়া তানজানিয়ার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত ২২ মার্চ সোমালিয়ার একজন নাগরিক, ১৯ মার্চ নাইজেরিয়ার একজনকে আটক করা হয়েছে। গত এক বছরে নিজকালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে ৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব শ র পরশ র ম

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ