রানি মৌমাছির জীবন নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। এই পতঙ্গের সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবনের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা বহু আগে থেকেই করে আসছেন তাঁরা। এবার নতুন করে রানি মৌমাছির জীবন নিয়ে গবেষণা শুরু করেছেন একদল গবেষক। লক্ষ্য—এ বিষয়ে ভালো বোঝাপড়ার পর, তা মানুষের আয়ু এবং সন্তান জন্ম দেওয়ার সক্ষমতার সময়কাল বৃদ্ধিতে কাজে লাগানো।

রানি মৌমাছি মৌচাকের প্রধান। চাকের বাকি সব কর্মী মৌমাছি। রানি ও কর্মী মৌমাছির ডিএনএ (প্রাণীর বংশগত তথ্যের ধারক) প্রায় একই। তবে রানি হিসেবে রাজকীয় সব সুযোগ–সুবিধা পেয়ে থাকে রানি। এগুলো আকারেও বড়, জীবনকালজুড়েই সন্তান জন্মদানে সক্ষম এবং কয়েক বছর বেঁচে থাকে। অপর দিকে কর্মী মৌমাছি বেঁচে থাকে সর্বোচ্চ কয়েক মাস।

নতুন এই গবেষণা শুরু করেছেন যুক্তরাজ্যের সরকারি সংস্থা ‘অ্যাডভান্স রিসার্চ প্লাস ইনভেনশন এজেন্সি’ (এআরআইএ)। এ জন্য সরকারের কাছ থেকে ৮০ কোটি পাউন্ডের তহবিল পেয়েছে তারা। এই গবেষণা প্রকল্পের জন্য আটজন পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের একজন ইয়ানিক উরম গতকাল সোমবার বলেন, ‘এই গবেষণায় সবার জীবন বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

ইয়ানিক উরম লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক। তিনি বলেন, ‘আমরা যদি এই রহস্যের সমাধান করতে পারি এবং এটা বের করতে পারি যে রানি মৌমাছির জন্য এই চ্যালেঞ্জগুলো কীভাবে প্রকৃতি সমাধান করেছে, তাহলে সেই তথ্য কাজে লাগিয়ে মানুষের বয়স বৃদ্ধি থামিয়ে দেওয়া, সন্তান জন্মদানের সক্ষমতা বাড়ানো, অঙ্গ প্রতিস্থাপন এবং রোগ প্রতিরোধের নতুন উপায় বের করা সম্ভব হতে পারে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ