রোমাঞ্চে ভরা এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে জয় সঙ্গী হলেও ম্যাচের পরই শাস্তির মুখে পড়েছেন দলের অধিনায়ক রজত পতিদার। স্লো ওভার রেটের কারণে গুণতে হয়েছে বড় অঙ্কের জরিমানা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে ১২ রানের জয়ে মুম্বাইকে হারায় আরসিবি। তবে ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পতিদারকে গুণতে হয়েছে ১২ লাখ রুপি জরিমানা। চলতি আইপিএলে এটিই বেঙ্গালুরুর প্রথম স্লো ওভার রেটজনিত শাস্তি।

জরিমানার খবরে কিছুটা আড়াল হলেও ব্যাট হাতে ও অধিনায়ক হিসেবে রজত পতিদার চলতি আসরে দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচে করেছেন ১৬১ রান, শুধু বিরাট কোহলিই (১৬৪ রান) তার ওপরে। তার আগ্রাসী ব্যাটিং, বোলিংয়ে বিচক্ষণতা এবং কৌশলী সিদ্ধান্ত গ্রহণ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকে।

ম্যাচ শেষে পতিদারের সিদ্ধান্তের প্রশংসা করে ভারতের সাবেক ব্যাটার আম্বাতি রায়ডু বলেন,  ‘ভুবনেশ্বর কুমারকে সঠিক সময়ে আক্রমণে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ছিল দুর্দান্ত।’

সাবেক ব্যাটার ও কোচ সঞ্জয় বাঙ্গারও তার কৌশলী অধিনায়কত্বের প্রশংসা করে বলেন,  ‘ক্রুনালকে ২০তম ওভারের জন্য রেখে দেওয়া ছিল দারুণ পরিকল্পনা। যদি জশ হ্যাজলউডকে ১৯তম ওভারে ১২ রানের ডিফেন্ড করতে হতো, তবে সেটা আরও কঠিন হয়ে যেত।’

রায়ডুর মতে, ম্যাচের চাপের মধ্যেও পতিদার ছিলেন পুরোপুরি শান্ত ও আত্মবিশ্বাসী। এমনকি সিনিয়র কোহলিকেও বেশি নির্দেশনা দিতে দেখা যায়নি, যা তার নেতৃত্বগুণেরই প্রমাণ। এই জয়ের পর ছয় ম্যাচে তিনটি জয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে আরসিবি। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল আরস ব

এছাড়াও পড়ুন:

শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু।

এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোমান, মো. সজিব, মো. তুষার, মাহবুবুর রহমান মিলনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. আমিনুল ইসলাম শিপলু বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবুল কাউসার আশার নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। 


আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা কখনও পিছপা হবো না।’
 

সম্পর্কিত নিবন্ধ