গত সপ্তাহে অভিশংসিত নেতা ইউন সুক ইওলকে পদ থেকে অপসারণের পর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। ৩ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন শুল্ক বৃদ্ধি এবং এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি ধীরগতির সময়ে, সরকারের শীর্ষ পর্যায়ে ক্ষমতার শূন্যতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলোচনার জন্য সিউলের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

ডিসেম্বরে সামরিক আইন জারির ঘোষণার কারণে শুক্রবার ইউনকে অপসারণ করা হয়।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, “সরকার ৩ জুনকে ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে মনোনীত করার ইচ্ছা পোষণ করছে।”

ইউনের শ্রমমন্ত্রী কিম মুন-সু মুষ্টিমেয় কয়েকজন প্রার্থীর মধ্যে রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন এবং জানিয়েছেন, তিনি তার প্রচারণা শুরু করবেন।

কিম মুন বলেছেন, “আমি পদত্যাগপত্র জমা দিয়েছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ জনগণ এটা চায়, আমার পরিচিত লোকেরা এটা চায়, এবং জাতীয় সমস্যা সমাধানের জন্য আমি দায়িত্ববোধ অনুভব করি।”

পিপিপির আইনপ্রণেতা আহন চিওল-সু, যিনি ইউনের অভিশংসনের পক্ষে প্রথম ভোট দিয়েছিলেন, তিনিও মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ