অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। তবে গুগলের নিরাপত্তাব্যবস্থা মেনে চললেও মাঝেমধ্যেই নিম্নমানের বিভিন্ন অ্যাপ জায়গা করে নেয় গুগল প্লে স্টোরে। তাই নিম্নমানের অ্যাপগুলোর বিষয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। নতুন এ উদ্যোগের আওতায় কেউ গুগল প্লে স্টোর থেকে নিম্নমানের অ্যাপ নামাতে গেলেই একটি সতর্কবার্তা দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের বিষয়ে গুগল জানিয়েছে, প্লে স্টোর থেকে নামানো যেসব অ্যাপ তুলনামূলকভাবে বেশি বার মুছে ফেলা হয়, সেসব অ্যাপের নিচে হলুদ রঙের একটি বার্তা দেখানো হবে। সেখানে লেখা থাকবে, ‘এই অ্যাপ প্লে স্টোরের অন্যান্য অ্যাপের তুলনায় বেশি বার আনইনস্টল করা হয়েছে।’ অর্থাৎ কোনো অ্যাপ যদি ডাউনলোডের পরপরই অনেক ব্যবহারকারী মুছে ফেলেন, তাহলে ধরে নেওয়া যায় অ্যাপটির মান সন্তোষজনক নয় বা অ্যাপটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো নয়।

নিম্নমানের অ্যাপ নামাতে গেলেই সতর্কবার্তা দেখাচ্ছে গুগল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র সতর ক

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ