স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হারের ক্ষত এখনো তাজা। তার ওপর চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে আরও একবার কাঁপলো রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাস। তবে এই ধাক্কাতেও হাল ছাড়ছেন না লুকাস ভাসকেজরা—দ্বিতীয় লেগে সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত খেলেছে আর্সেনাল। বিশেষ করে ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস ছিলেন আলোচনার কেন্দ্রে। ক্যারিয়ারে কখনও ফ্রি-কিকে গোল না করা রাইস এদিন ঠিক সেই কাজটাই করলেন দুইবার। আর তাতেই ইউরোপ সেরার মঞ্চে একপাশে পড়ে থাকল রিয়াল।

প্রথমার্ধে দুই দলই লড়াই করেছে সমানে সমান। কিন্তু বিরতির পর যেন খেই হারিয়ে ফেলে কার্লো আনচেলত্তির দল। ৫৮ থেকে ৭৫ মিনিটের মধ্যে তিনটি গোল হজম করে রিয়াল, আর সেখানেই কফিনে ঠুকে যায় শেষ পেরেক।

ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি রিয়াল ডিফেন্ডার লুকাস ভাসকেজ। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ভালো খেলিনি। আর্সেনাল আমাদের ওপর দারুণ প্রেস করেছে। তারা জানত কীভাবে আমাদের চাপ দিতে হবে, আর আমরা আমাদের খেলা খেলতে পারিনি।’

তিনি আরও যোগ করেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা এক ধাপও এগোতে পারিনি। আমাদের খেলার ধারাবাহিকতা ছিল না। শেষ পর্যন্ত আমরা মোটেও ভালো পারফরম্যান্স করতে পারিনি।’

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর রিয়ালের জন্য সময়টা বেশ কঠিন। তবে ভাসকেজ মনে করেন, এখনই ভেঙে পড়ার সময় নয়। বরং সামনে তাকিয়ে লড়াইয়ের মানসিকতা নিয়ে নামতে হবে। ‘আমরা পরপর দুটি পরাজয়ে অভ্যস্ত নই। আমাদের এখন কাজ করতে হবে, নিজেদের ওপর আরও বেশি বিশ্বাস রাখতে হবে। এই দল আত্মবিশ্বাসের যোগ্য, আর আমরা দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে সবকিছু উজাড় করে দেব।’

এদিকে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে দায়টা নিজের কাঁধে নিচ্ছেন কোর্তোয়া। মুভিস্টারকে কোর্তোয়া বললেন, ‘আমার মনে হচ্ছিল দেওয়ালের সামনে ভালোভাবে অবস্থান নিতে পেরেছি। সাধারণত অতিরিক্ত একজন মানুষ সেখানে রাখি। তার জন্য আমি দায় নিচ্ছি। আমি বুঝতে পারিনি রাইস সেভাবে বলটা বাঁক খাওয়াতে পারবে। আর দ্বিতীয় গোলটা অসাধারণ ছিল।’

তবে ম্যাচ হেরে যাওয়ায় সতীর্থদের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ম্যাচে ৯টি ফাউল করেছে রিয়াল মাদ্রিদ। দলটির মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা দুইবার হলুদ কার্ড দেখে পেয়েছেন লাল কার্ড। ম্যাচ শেষে কোর্তোয়া বললেন, ‘যখন কোনো বিপদই ছিল না, তখন অপ্রয়োজনীয় ফাউল হয়েছে। আমরা সেই ফাউলগুলো না করলেও পারতাম।’

ঘুরে দাঁড়াতে হলে চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না কোচ আনচেলত্তিও। এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্সেনালেরও প্রশংসা করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে। ভালো খেলার সুযোগ আছে। দেখি আমরা সেটা করতে পারি কি না। আজ (গত রাতে) আর্সেনাল আমাদের চেয়ে অনেক ভালো মানের ফুটবল খেলেছে।’

১৭ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল আম দ র

এছাড়াও পড়ুন:

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষ স্বীকার করেন কি না। জবাবে চঞ্চল চন্দ্র নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল–১–এ গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ