চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) জন্য অধিগ্রহণ করা জমি হস্তান্তর-সংক্রান্ত দীর্ঘ দুই যুগের জটিলতা মাত্র দুই মাসে নিরসন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী কেইপিজেড কর্তৃপক্ষকে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট ফরিদা খানম।
মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দলিল হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, কেইপিজেডের জন্য অধিগ্রহণ করা জমির দলিল হস্তান্তর নিয়ে দীর্ঘ দুই যুগ ধরে জটিলতা ছিল। এ কারণে বিদেশি বিনিয়োগ বিঘ্নিত হচ্ছিল। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। মাত্র দুই মাস সময়ের মধ্যেই দুই যুগ ধরে ঝুলে থাকা জটিলতা নিরসন করে কেইপিজেড কর্তৃপক্ষকে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করা হয়। কেইপিজেজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কর্নেল (অব.
এর ফলে কোরিয়ান ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/রেজাউল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//