নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

লালপুর থানার ওসি নাজমুল হক চার আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরো পড়ুন:

মহেশখালীতে জমি নিয়ে বিরোধে গুলি, নিহত ১

মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার

আরো পুড়ন: লালপুরে ছাত্রদলের বিরুদ্ধে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল উদ্দিনের দুই বোন রুপা খাতুন ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি এবং কদমচিলান ইউনিয়ন যুবদলের নেতা মাসুদ রানা।

গ্রেপ্তার রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। পুলিশ অসম্মতি জানালে হট্টগোল করে তারা থানা থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায়। 

এদিকে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল রাতে বাগাতিপাড়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর মানিক কুমার চৌধুরী বাদী হয়ে মামলা করেছেন। তিনি ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান কবির সুইটকে প্রধান আসামি করে নাম উল্লেখ ও নাম না জানা ১৫৮ জনকে আসামি করে লালপুর থানায় মামলাটি করেন।

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল গ র প ত র কর ছ ত রদল

এছাড়াও পড়ুন:

গভীর রাতে সীতাকুণ্ডের ৪ বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। 

সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

বহিষ্কৃত নেতারা হলেন- সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তরা সবাই সীতাকুণ্ডে মনোননয় বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ