নাটোরে থানা থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪
Published: 9th, April 2025 GMT
নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার ওসি নাজমুল হক চার আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মহেশখালীতে জমি নিয়ে বিরোধে গুলি, নিহত ১
মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার
আরো পুড়ন: লালপুরে ছাত্রদলের বিরুদ্ধে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল উদ্দিনের দুই বোন রুপা খাতুন ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি এবং কদমচিলান ইউনিয়ন যুবদলের নেতা মাসুদ রানা।
গ্রেপ্তার রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। পুলিশ অসম্মতি জানালে হট্টগোল করে তারা থানা থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল রাতে বাগাতিপাড়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর মানিক কুমার চৌধুরী বাদী হয়ে মামলা করেছেন। তিনি ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান কবির সুইটকে প্রধান আসামি করে নাম উল্লেখ ও নাম না জানা ১৫৮ জনকে আসামি করে লালপুর থানায় মামলাটি করেন।
ঢাকা/আরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল গ র প ত র কর ছ ত রদল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন