বন্দরে একটি মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি দোকান। এ সময় আগুন নেভাতে গিয়ে রাহিম (১৬) নামে এক যুবক আহত হয়। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ক্ষুদ্র মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে কমপক্ষে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা ও কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানে রক্ষিত নগদ সাড়ে ১০ লাখ টাকাসহ কমপক্ষ ২৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন। 

জানা গেছে, বেলা ২টার দিকে হঠাৎ একটি চায়ের দোকানে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুবেল মিয়ার ১টি চায়ের দোকান, নাসির মিয়ার ১টি কনফেকশনারি দোকান, মিন্টু মিয়ার ঔষধের দোকান ও নগদ ৯ লাখ টাকা , আলতাফ মিয়ার ১টি পান সিগারেটের দোকান ও ক্যাশে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা , দিগান্ত দাসের ১টি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বন্দর ফায়ার সার্ভিসে কর্মরত বদরুল আলম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বলা যাবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্পর্কিত নিবন্ধ

  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি