জামালপুরে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
Published: 9th, April 2025 GMT
জামালপুর সদর উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে হত্যার দায়ে দুজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক মো. আবু বকর ছিদ্দিক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন জামালপুর সদর উপজেলার হাসিল জালিয়ার পাড়া এলাকার লেবু মিয়া এবং একই উপজেলার দেওলিয়াবাড়ি এলাকার মজনু মিয়া। তাঁদের জেলা করাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর উপজেলার হাসিল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাড়ির পাশের একটি পুকুর পাহারা দিতে যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্ত্রী লাইলী বেগম খোঁজ নিতে যান; কিন্তু পুকুরপাড়ের ছাপড়ায় তাঁকে খুঁজে পাননি। নিখোঁজের পাঁচ দিন পর ওই এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই বছরের ২৯ ডিসেম্বর লাইলী বেগম জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ দেড় বছর মামলাটির তদন্ত শেষে ওই দুজনসহ ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাজমুল হুদা। তিনি বলেন, মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রায়ের সময় আদালতে দণ্ডপ্রাপ্ত দুজন উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।