গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে থাকা বাঘ, সিংহ, হরিণ কিংবা জিরাফ দর্শনার্থীকে দেখানোর জন্য আটটি মিনিবাস রয়েছে। পার্কটি যাত্রা শুরুর সময় আনা এসি বাসগুলোর বেশির ভাগই বিকল।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান গতকাল বুধবার সকালে পার্ক পরিদর্শন করবেন বলে তড়িঘড়ি করে এক দিন আগে বাসগুলো মেরামত করা হয়। কয়েকটি বাস মেরামত করা সম্ভব হলেও এসি ঠিক করা সম্ভব হয়নি। ফলে প্রচণ্ড গরমের মধ্যে এসি ছাড়া বাসে চার ঘণ্টায় জরাজীর্ণ পুরো পার্ক ঘুরে দেখেছেন উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা। 

দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দা রিজওয়ানা যান হাতিশালায়। সেখানে গিয়ে দেখতে পান, হাতিগুলো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্ন করেন, হাতিগুলো কেন বেঁধে রাখা হয়েছে। তাহলে পার্কে রেখে কী লাভ হলো। সার্কাসেই তো ভালো ছিল। দুপুর ১টার দিকে পার্কের ঐরাবতি ভবনের সামনে উপদেষ্টা বলেন, পার্কে ঘুরে আমার মনে হয়েছে, কিছু প্রাণী প্রাকৃতিকের অনুরূপ পরিবেশে থাকলেও অনেক প্রাণীর জীবনমান ভালো নয়। এই পার্ক দর্শনার্থীদের জন্য শুধু বিনোদনের নয়, বরং প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা শেখার স্থান হওয়া উচিত। 

গত ২৩ মার্চ সাফারি পার্ক থেকে চুরি হয়ে যাওয়া মহাবিপন্ন তিনটি লেমুর প্রসঙ্গে তিনি বলেন, ম্যাকাও বলেন আর লেমুর বলেন, কোনোটাই এখানে হারিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়নি। লেমুরের ঘটনাটা আমি বিস্তারিত তদন্ত করব। দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। 

উপদেষ্টার সঙ্গে ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড.

চৌধুরী যাবের সাদেক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জওয ন হ স ন উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ