হাট ইজারা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৯
Published: 10th, April 2025 GMT
বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বাংলা ১৪৩১ সালের জন্য মমিনপুর হাটের ইজারা পান রুবেল সরদার নামে এক ব্যবসায়ী। তিনি বিএনপির স্থানীয় ওয়ার্ডের যুবদল নেতা। একই এলাকার ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল কুদ্দুস ইজারায় অংশ নিলেও তিনি ইজারা পাননি। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় তার মধ্যে। নতুন ইজারাদারদের ১৫ এপ্রিল থেকে ইজারা তোলার জন্য ইউএনও অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়।
বুধবার রাতে ইজারাদার রুবেল সরদার তার সহযোগীদের নিয়ে হাটে হাসিল আদায় করতে গেলে প্রতিপক্ষ কুদ্দুস ও তার লোকজনদের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, রুবেল ও তার পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে ৯ জন আহত হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইজ র ব এনপ স ঘর ষ আহত ব এনপ র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।