আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আছি : সাখাওয়াত
Published: 10th, April 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন বলেন, আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আছি। সাম্সারাজ্যবাদী আমেরিকার নির্দেশে ইহুদীবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনী জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে।
তাদের অন্যায়ের প্রতিবাদে আমরা রাজপথে দাড়িয়েছি। আমরা আশা করছি, পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ প্রতিবাদী জানাবে।
গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্যালি পূর্বে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহানগর বিএনপির র্যালিটি বের করা হয়।
এসময়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, বিশ্ব বিবেক কোথায়? আজকে তারা নিরব কেন? বিশ্ব বিবেক ফিলিস্তিনীদের পক্ষে ও ন্যায়ের পক্ষে জেগে উঠুক। আগামী দিনে এই বোমা হামলা বন্ধ না হলে বিশ্ব শান্তি বিনষ্ট হবে। বিশ্ব শান্তি বিনষ্ট হয়ে কোন দেশ শান্তিতে থাকতে পারবে না। এই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়বে।
তিনি আরও বলেন, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হোক এবং তাদের ওপর সকল প্রকার হামলা বন্ধ করুন। সকল আটক ফিলিস্তিনকে মুক্তি দিন। ইসরায়েলকে বয়কট করুন এবং সকল ইসরায়েলি পণ্য বর্জন করুন।
ইসরায়েলির সকল কার্যক্রমকে না বলবো। কোন ব্যবসা প্রতিষ্ঠান, কারো কিছুতে হামলা না করে শান্তিপূণভাবে প্রতিবাদী র্যালি করার আহবান জানান তারা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ল ইসল ম ইসর য় ল
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।