আজ শুরু হতে যাওয়া পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) প্রতি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আলাদা নজর থাকবে। কারণ, এবার যে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন পাকিস্তানের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এরমধ্যে লেগস্পিনার রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ রয়েছে আসরের প্রথম দিনেই।

নিলামে দল পাওয়া বাংলাদেশি এই লেগ স্পিন অলরাউন্ডার লাহোরের একাদশে সুযোগ পান কিনা সেটাই দেখার অপেক্ষায় থাকবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। যদিও লাহোরের দল দেখে ধারণা পাওয়া যায় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রিশাদ ভালো মতোই আছেন।

নেটে তাঁর স্পিনে লাহোরের ব্যাটারদের ভালো চ্যালেঞ্জে পড়তে দেখা গেছে। দুইবার সতীর্থ ব্যাটারকে বোল্ড করতেও দেখা গেছে তাঁকে। লাহোরে রিশাদই একমাত্র লেগস্পিনার। ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা ছাড়া দলে দু’জন বাঁহাতি স্পিনার আছেন। এরমধ্যে ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি নিজের সেরা সময় পার করে এসেছেন। ১৮ বছর বয়সী মুমিন কমরেরও প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম।

রাসেল ডমিঙ্গো লাহোরের কোচ বলেও কিছুটা সুবিধা পেতে পারেন রিশাদ। ব্যাট হাতে তাঁর বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত বাংলাদেশের সাবেক এ প্রোটিয়া কোচ। রিশাদ যে দলের গুরুত্বপূর্ণ সদস্য সেটি টিম হোটেলে তাঁকে বরণ করে নেওয়ার মধ্যে বোঝা গেছে। দলের অধিনায়ক শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজাকে নিয়ে মাঝরাতে রিশাদের সঙ্গে হোটেল রুমে দেখা করতে আসেন লাহোর ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা। এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে লাহোর কর্তৃপক্ষ।

পিএসএলে থাকা বাকি দুই বাংলাদেশি হলেন লিটন দাস। যিনি করাচি কিংসে খেলবেন। পেসার নাহিদ রানা যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে। যে কারণে পেশোয়ার জালমি তরুণ এ গতি তারকাকে প্রথম পাঁচ ম্যাচে পাবে না। পিএসএল খেলতে গত সোমবার ঢাকা ছেড়ে যান লিটন ও রিশাদ।

করাচি কিংসের অনুশীলনে লিটনকেও ফুরফুরে মেজাজে দেখা গেছে। গতকাল করাচির প্রস্তুতি ম্যাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। সেখানে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ব্যাটিং এবং লিটন উইকেটকিপিং করছিলেন। লিটন বিদ্যুৎগতিতে একটি স্টাম্পিংও করেন। তবে লিটনের একাদশে জায়গা পাওয়াটা একটু কঠিন হবে। করাচিতে আরও একজন বিদেশি উইকেটকিপার ব্যাটার আছেন, তিনি হলেন কিউই ব্যাটার টিম সেইফার্ট। এছাড়া বিদেশি ব্যাটার হিসেবে ডেভিড ওয়ার্নারর ছাড়াও আছেন কেইন উইলিয়ামসন ও জেমস ভিন্স।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল ল টন দ স প এসএল প রথম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ