খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে দিঘলিয়া গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, ফিরোজ মোল্লা ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর হওয়া একটি মামলার এজহারভুক্ত আসামি। ২০২২ সালের ২২ অক্টোবর ডাকবাংলো চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ট্রলারযোগে যাওয়ার সময় দিঘলিয়ার চন্দনীমহল কাটাবন এলাকায় তাদের ওপর হামলা হয়। ওই হামলার ঘটনায় ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে মামলাটি করেন।

ওসি জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফিরোজ মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলার আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল শিকদারকে শুক্রবার সকালে নগরীর নিউমার্কেট সংলগ্ন একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মোংলা থানায় মামলা রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাব-স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্স প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।

আরো পড়ুন:

খালে ভাসছিল যুবকের লাশ

ঝলসানো যুবকের মরদেহ মিলল নদীর পাশের জঙ্গলে

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘‘ধারণা করছি, সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছু তার চুরিও হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুরি করতে গিয়েছিলেন কিনা সেটা তদন্তের পরে বলা যাবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ