লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি
Published: 12th, April 2025 GMT
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম রুবেল হোসেন (২৫)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চৌপল্লী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পূর্ব চৌপল্লী ব্যাপারী বাড়ির সামনে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা রুবেল হোসেনকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তারা বলেন, আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ে রুবেল হোসেন ও স্থানীয় আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি আহত রুবেল ও তাঁর সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। এসপি বলেন, গুলিটি রুবেলের বাঁ হাতের কবজিতে বিদ্ধ হয়েছে। মাদক কারবার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জেরেই রুবেলকে গুলি করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।