লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম রুবেল হোসেন (২৫)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চৌপল্লী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পূর্ব চৌপল্লী ব্যাপারী বাড়ির সামনে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা রুবেল হোসেনকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা বলেন, আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ে রুবেল হোসেন ও স্থানীয় আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি আহত রুবেল ও তাঁর সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। এসপি বলেন, গুলিটি রুবেলের বাঁ হাতের কবজিতে বিদ্ধ হয়েছে। মাদক কারবার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জেরেই রুবেলকে গুলি করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক রব র চ পল ল

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ